ক্যানভাস নিউজ
Image default
অন্যান্য

শুরু হল ২৬তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব

নিজস্ব প্রতিনিধি: শুরু হল ২৬ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। ৮ জানুয়ারি বিকালে নবান্নে আনুষ্ঠানিক ভাবে ভার্চুয়ালি ২৬ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধন করলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে ছিলেন টলিগঞ্জের এক ঝাঁক শিল্পী- গুণীজনেরা। ভার্চুয়ালি ভাবে ছিলেন শাহরুখ খান, ডিরেক্টর অনুভর সিনহা।

সৌমিত্রময় নন্দন প্রাঙ্গণ

২৬তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনে নবান্ন থেকে ভার্চুয়াল বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, ‘২০২০ তে আমরা অনেককে হারিয়েছি।’ তিনি বলেন, সৌমিত্র চট্টোপাধ্যায়ের কর্মজীবনকে উৎসর্গ করে নন্দনে বিশেষ প্রদর্শনী হবে। চলচ্চিত্র উৎসবে দেখানাে হবে তার নয়টি ছবি। বিশেষ অতিথি হিসেবে ভার্চুয়ালি যোগ দিয়ে শাহরুখ খান বলেন, ‘আমি বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসেডর। ২০১১ থেকে এই উৎসবে আসছি। করোনার কারণে এবার আসতে পারলাম না খুব খারাপ লাগছে।’

২৬তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ভার্চুয়ালি শাহরুখ খান

২৬তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের এবার দেখানাে হবে ৪৫টি দেশের ১৩২টি ছবি। এই ১৩২টি ছবিকে বেছে নেওয়া হয়েছে ১ হাজার ১৭০টি ছবির মধ্যে থেকে।
কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব কমিটির চেয়ারম্যান রাজ চক্রবর্তী বলেন, করােনা বিধি মেনে দেখানাে হবে ছবি। টিকিট বুক করতে হবে অনলাইনে। শুধুমাত্র ‘বুক মাই শো’ থেকেই টিকিট বুক করা যাবে সম্পুর্ন বিনামূল্যে।
এই উৎসব সবার উৎসব। সমস্ত সতর্কতা মেনে ৯ জানুয়ারি থেকে ১৫ জানুয়ারি বিভিন্ন প্রেক্ষাগৃহে চলচ্চিত্র দেখানো হবে।

Related posts

প্রয়াত সকলের প্রিয় অপু

ক্যানভাস নিউজ

বছর শেষে নক্ষত্র পতন, চলে গেলেন অভিনেতা আব্দুল কাদের

ক্যানভাস নিউজ

মুকুলিকার পঞ্চকবি তর্পণ

ক্যানভাস নিউজ