ক্যানভাস নিউজ
Image default
অন্যান্য

প্রয়াত সকলের প্রিয় অপু

নিজস্ব প্রতিনিধি: একজন স্বনামধন্য ভারতীয় বাঙালি কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়।১৯৩৫ সালের ১৯ জানুয়ারি কলকাতায় সৌমিত্র চট্টোপাধ্যায় এর জন্ম।বাবা মোহিতকুমার চট্টোপাধ্যায় এবং মা আশালতা চট্টোপাধ্যায়।জীবনের প্রথম ১০ বছর তিনি কাটান নদিয়া জেলার কৃষ্ণনগরে এরপর বাবা মা এর হাত ধরেই আসেন নাট্যজগতে।
কলেজে পড়াকালীনই তিনি অনেক প্রখ্যাত নাট্য ব্যক্তিত্বের সাথে মঞ্চে অভিনয় শুরু করেন।সিনেমায় হাতেখড়ি হওয়ার আগে কলকাতার আকাশবাণী ভবনে চাকরি করতেন তিনি।১৯৫৯ সালে প্রখ্যাত চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের ‘ অপুর সংসারে’ র মাধ্যমে তার চলচ্চিত্র জগতে প্রবেশ।

তিনি সত্যজিৎ রায়ের মোট ১৪ টি ছবিতে অভিনয় করেন এর মধ্যে,’দেবী’,’সোনার কেল্লা’,’জয় বাবা ফেলুনাথ’,’হীরক রাজার দেশে’,’গণশক্তি’ ইত্যাদি ।এছাড়াও তিনি কাজ করেছেন মৃণাল সেন,তরুণ মজুমদার,তপন সিনহা,ঋতুপর্ণ ঘোষ এবং আরও অনেক বিখ্যাত পরিচালকের সাথে।আমরা তার থেকে পেয়েছি ‘ বাক্স বদল ‘ এবং ‘ বসন্ত বিলাপ ‘ এর মতন ছবিগুলি।

ভারতের চলচিত্রর সর্বোচ্চ দাদাসাহেব পুরষ্কার প্রাপ্ত এই অভিনেতা শুধু অভিনয় না, সাহিত্যেও নিজের কীর্তি রেখেছেন।

বেলভিউতে প্রায় ৪০ দিন জীবনের সাথে যুদ্ধ করে ১৫ নভেম্বর বেলা ১২.১৫ মিনিটে প্রয়াত হলেন অপু।
দুপুর ২টোয় তাকে নিয়ে যাওয়া হয় গল্ফগ্রীণে তার বাড়িতে। এর পর টেকনিশিয়ান স্টুডিও হয়ে বিকেল ৩.৩০ তাকে নিয়ে যাওয়া হয় রবীন্দ্রসদনে থাকে ৫.৩০ পর্যন্ত। এর পর পদ যাত্রা করে শেষকৃর্তের জন্য নিয়ে যাওয়া হয় কেওড়াতলা মহাশ্মশানে।

Related posts

করোনার সাথে লড়াইয়ে পরাজিত হলেন অভিনেতা – পরিচালক দেবীদাস ভট্টাচার্য

ক্যানভাস নিউজ

বছর শেষে নক্ষত্র পতন, চলে গেলেন অভিনেতা আব্দুল কাদের

ক্যানভাস নিউজ

শুরু হল ২৬তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব

ক্যানভাস নিউজ