নিজস্ব প্রতিনিধি: গত ৬ ডিসেম্বর গােবরডাঙ্গা নাবিক নাট্যম, কথা প্রসঙ্গ, সৃজন কলাকেন্দ্র ও ইমন মাইম সেন্টার যৌথ উদ্যোগে মছলন্দপুরে ইমনের পদাতিক মঞ্চে আয়োজন করেছিল অন্তরঙ্গ উৎসব নামে এক নাট্য সান্ধ্যার।

অনুষ্ঠানের শুরুতে রনিতা দে দাসের পরিচালনায় সৃজন কলা কেন্দ্রের পর পর ৫টি নৃত্য দর্শকদের মুগ্ধ করে। এর পর একে একে গােবরডাঙ্গা নাবিক নাট্যম পরিবেশন করে জীবন অধিকারীর নির্দেশনায় নাটকের নাচ,গান ও অভিনয়। বিকাশ বিশ্বাসের নির্দেশনায় গােবরডাঙ্গা কথাপ্রসঙ্গ মঞ্চস্থ করে রবীন্দ্রনাথ ঠাকুর অনুপ্রানিত নাটক ‘রবিমালা’। ধিরাজ হাওলাদারের পরিচালনায় ইমন মাইম সেন্টার পরিবেশন করে ‘চোর’, ‘একটি গাছ একটি প্রাণ’ ও ‘সম্প্রীতি’ নামে তিনটি মূকাভিনয়।