ক্যানভাস নিউজ
Image default
থিয়েটার

হালিশহরে গুরুপ্রণাম

নিজস্ব প্রতিনিধি: গত ৬ ডিসেম্বর, রবিবার রংতাল থিয়েটারের ‘পিতৃদেব মধুসূদন মঞ্চে’ ভারতবর্ষের বিখ‍্যাত কিংবদন্তি পাপেট শিল্পী তথা ক‍্যালকাটা পাপেট থিয়েটারের নির্দেশক পদ্মশ্রী সুরেশ দত্ত মহাশয়কে ‘ভারতীয় প্রাণোজ্জ্বল পাপেট শিল্পী সন্মান-২০২০’ তে ভূষিত করলেন মূকাভিনেতা ও রংতাল থিয়েটারের নির্দেশক রতন চক্রবর্তী। রতন চক্রবর্তী বলেন, ‘অনেক দিনের স্বপ্ন ছিলো গুরুকে নিজেদের মঞ্চে সন্মানিত করার। মূকাভিনয় ছাড়াও মানবপুতুল পরিবেশন করে ভারতবর্ষের বিভিন্ন যায়গায় খ‍্যাতি অর্জন করেছি। পুতুলনাটক শেখার জন‍্য গুরুর কাছে শিক্ষা নিয়েছি।’ বর্তমানে অতি মহামারির পরিস্থিতিকে উপেক্ষা করে বয়সের ভারে ভারাক্রান্ত হয়েও সম্পর্ক ও ভালোবাসার টানে রতন চক্রবর্তীর ডাকে সারা দিয়ে হালিশহর এসেছেন সুরেশ দত্ত।

এইদিন অনুষ্ঠানে প্রায় বিলুপ্ত হওয়া বেনীপুতুল পরিবেশন করেন রামপদ ঘোরুই। পরম্পরা পুতুল ঐতিহাসিক পালা পরিবেশন করে রঞ্জন রায়ের পরিচালনায় শ্রীমা পুতুল নাট্ট সমাজ। অনুষ্ঠানে দর্শক ছিলো পরিপূর্ণ। দর্শকদের অনুরোধে এহেন পুতুলনাটক এই মঞ্চে প্রতিবছর অনুষ্ঠিত হবে বলে জানালেন রতন চক্রবর্তী।

Related posts

উদীচীর থিয়েটার সামিট

ক্যানভাস নিউজ

জমজমাট সমস্বর নাট্য উৎসব

ক্যানভাস নিউজ

মহিষাদলের স্বপ্নপূরণ

ক্যানভাস নিউজ