ক্যানভাস নিউজ
Image default
থিয়েটার

জেলার নাট্যচর্চায় ছাঁপ ফেলছে ক্রিয়েটিভ আর্ট পারফর্মার

নিজস্ব প্রতিনিধি: নিয়মিত নাট্যচর্চা করার লক্ষে পথে নেমেছে মালদার ক্রিয়েটিভ আর্ট পারফর্মার। সেই উপলক্ষে গত ৯ ও ১০ ডিসেম্বর মালদা রোটারি ক্লাবে নাট্য প্রশিক্ষণ শিবিরের আয়োজনের করেছিল ক্রিয়েটিভ আর্ট পারফর্মার।

প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন কোলকাতা থেকে আগত প্রখ্যাত নাট্য পরিচালক ও অভিনেতা কমল চট্টোপাধ্যায়। উপস্থিত ছিলেন সংস্থার উপদেষ্টা ধ্রুব নারায়ন পান্ডে, সম্পাদক সৌরভ ঘোষ , কনভেনার রাজীব মোহন মৈত্র সহ অন্যান্য সদস্যরা। প্রশিক্ষণে অংশগ্রহণ করেছিল জেলা ও জেলার বাইরের প্রায় ৫০ জন শিক্ষার্থীরা । শিক্ষার্থীদের উৎসাহ ছিল অফুরন্ত ।
সংস্থার কনভেনার রাজীব মোহন মৈত্র জানান , ‘জেলার নাট্যচর্চার ধারা অব্যাহত রাখতে এবং নতুন প্রজন্মকে নাট্য চর্চার সাথে যুক্ত করে নাট্য শিল্পকে বাঁচিয়ে রাখাই তাদের মূল উদ্দেশ্য’। ২ দিনের প্রশিক্ষণ শিবিরে নাটকের বিভিন্ন দিক যেমন অভিনয়, মঞ্চ, আলো, আবহ, সংগীত, পোশাক, রূপসজ্জা প্রভৃতি বিষয়ে প্রশিক্ষক সুস্পষ্ট ধারণা দেন শিক্ষার্থীদের।

রাজীব মোহন মৈত্র আরও জানান, আগামি ২০২১এর জানুয়ারি মাস থেকে সপ্তাহের শনি ও রবিবার নিয়মিত নাট্য প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হবে। তিনি বলেন মালদা ও পার্শবর্তী জেলার ছেলে মেয়েদের নাট্যচর্চার সুবিদার্থে ভবিষ্যতে মালদা শহরে নাট্য বিদ্যালয় তৈরি করার ইচ্ছা আছে ক্রিয়েটিভ আর্ট পারফর্মারের।

Related posts

গোবরডাঙ্গা নকসার ৮ম বর্ষ জাতীয় নাট্যোৎসব

ক্যানভাস নিউজ

জমজমাট সমস্বর নাট্য উৎসব

ক্যানভাস নিউজ

কলকাতা প্রেক্ষাপটের নাট্যমেলা ২০২০

ক্যানভাস নিউজ