অমিতাভ শীল: গত ২৯ শে নভেম্বর সন্ধ্যায় থিয়ে অ্যাপেক্স স্টুডিও থিয়েটারে মঞ্চস্থ হল বাগুইআটি সহজিয়া নাট্যসংস্থার প্রযোজনায় একটি একক অভিনয়ের নাটক ‘জড় আয়ু’। নাটকের বিষয়বস্তু বেশ চমকপ্রদ ও নতুনত্বের দাবীদার। কন্যাভ্রূণ হত্যার প্রতিবাদে নাট্যকার প্রশান্ত সেন রচিত এই নাটকটি একেবারেই স্লোগানধর্মী নয়, বরং সুন্দর একটা গল্পের মোড়কে উপস্থাপিত। আর এই উপস্থাপনার কাজটা খুব যথাযথভাবে করেছেন অভিনেত্রী তথা পরিচালক অর্ণিশা সেন।

অর্ণিশা সারা মঞ্চ জুড়ে পরিমিত অভিনয়ে কখন যেন স্বপ্নলতা চরিত্রটির সঙ্গে একাত্ম হয়ে যান। তার এই প্রয়াসকে সাধুবাদ জানাতেই হয়। সঙ্গে যোগ্য সঙ্গত করে শৌর্যদীপ সান্যালের আবহ , কন্ঠ ও লাইভ গীটার। নাটকে ব্যবহৃত প্রশান্ত সেনের লেখা গানগুলি বেশ সুন্দরভাবে সুর দিয়েছেন ও গেয়েছেন শৌর্যদীপ ও অর্ণিশা।
আলোক পরিকল্পনা ও প্রক্ষেপণে সম্রাট সরকার ও রূপ সরকারের কাজ ভালো লাগে। শব্দ প্রক্ষেপনে ঋত্বিক ভট্টাচার্য্য যথাযথ। মঞ্চসজ্জায় তন্ময় মণ্ডল , প্রীতি সাঁতরা , সুরাজ পোদ্দার , সম্রাট সরকার ও রূপ সরকার দক্ষতার পরিচয় দিয়েছেন।
রূপসজ্জায় তনিমা মুখার্জিও প্রশংসনীয়। সব মিলিয়ে বাগুইআটি সহজিয়া নাট্যসংস্থার প্রযোজনায় এই ‘জড় আয়ু’ নাটকটি বাংলার নাট্যমঞ্চে সাড়া ফেলতে পারবে বলেই বিশ্বাস।