নিজস্ব প্রতিনিধি: করোনার ভয় যৌথিকের নাট্যোৎসবের ব্যপ্তিকে আকারে ছোট করতে পারলেও নাট্যোৎসব বন্ধ করতে পারেনি। গত ১৪ ও ১৫ ডিসেম্বর যৌথিকের ৩৫ তম নাট্যোৎসব অনুষ্ঠিত হল চুঁচুড়া রবীন্দ্র ভবনে। প্রতি বছর নাট্য জগতের বিভিন্ন তারকাদের উপস্থিতিতে যৌথিকের নাট্য উৎসবের শুভ সূচনা হয়। এবছর ৩৫তম যৌথিক নাট্যোৎসবের শুভ সূচনা করেন যৌথিকের সহ সভাপতি শ্রীমতি বুলা কোলে ও যৌথিকের সম্পাদক শ্রী উৎপল দত্ত সহ দলের অন্য সকলে।

উৎসবের প্রথম দিন ১৪ ডিসেম্বর মঞ্চস্থ হয় সায়িক সিদ্দিকী’র নির্দেশনায় চাকদহ নাট্যজনে’র ‘ভানু সুন্দরির পালা’ ও নিমাই কোনারে’র নির্দেশনায় সাহাগঞ্জ সুরছন্দমে’র ‘অদৃশ্য করাত’। দ্বিতীয় তথা শেষদিন সন্ধ্যায় মঞ্চস্থ হয় জয়দীপ ভৌমিকে’র নির্দেশনায় আগরপাড়া থিয়েটার পয়েন্টে’র ‘ যে জন আছে অন্তরে’ ও উৎপল দত্তে’র নির্দেশনায় চুঁচুড়া যৌথিকে’র ‘রাগ হংসধ্বনি ও একটি সাবানের গপ্পো’।
উৎসবের দুই দিনই প্রতিটি নাটকের শেষে কোভিড কেয়ার নেটওয়ার্ক চুঁচুড়া চ্যাপ্টার দর্শকদের কোভিড সম্পর্কে সচেতনতার বার্তা শোনায়।