ক্যানভাস নিউজ
Image default
অন্যান্য

প্রয়াত অভিনেতা পরিচালক জগন্নাথ গুহ

নিজস্ব প্রতিনিধি: ২০২০ কেড়ে নিচ্ছে একের পর এক তারকাকে। মাঝে মাঝে মনে হচ্ছে আর কত? এর কি কোন শেষ নেই? এবার সেই তালিকায় যুক্ত হল আরেকটি নাম, অভিনেতা পরিচালক জগন্নাথ গুহ। আজ মঙ্গলবার, ২২ডিসেম্বর ভাের চারটেয় উডল্যান্ডস হাসপাতালে প্রয়াত হলেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক জগন্নাথ গুহ। সম্প্রতি কোভিড-১৯কে হারিয়ে দিয়েছিলেন বর্ষীয়ান পরিচালক। কিন্তু দীর্ঘদিন ধরেই তিনি কিডনির সমস্যায় ভুগছিলেন। সেই কিডনির সমস্যাই তাঁকে কেড়ে নিল।

জগন্নাথ গুহ ছিলেন কলকাতা তথা পূর্ব ভারতের সবচেয়ে নামজাদা ফিল্ম স্কুল এস.আর.এফ.টি.আই. (SRFTI)-এর প্রাক্তন ডিন এবং শর্ট ফিল্ম অ্যাসােসিয়েশনের প্রতিষ্ঠাতা সদস্য। জগন্নাথ গুহর কর্মজীবন নানান রঙে ভরপুর। বিনােদনের সব ধারাকে ছুঁয়েছেন তিনি। ছােটপর্দা, বড়পর্দা থেকে রঙ্গমঞ্চ-সবত্রই ছিল তাঁর অবাধ বিচরণ। পরিচালক হিসাবেও তিনি ছিলেন সুদক্ষ। ১৯৮৬ সালে ‘মিত্রানিকেতন ভেলানাদ’ ছবির জন্য জাতীয় পুরস্কার পান। পরিচালনা ছাড়াও অভিনেতা হিসাবেও সাড়া ফেলে দিয়েছিলেন জগন্নাথ গুহ। সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে ‘আরােহণ’ নাটকে পাল্লা দিয়ে অভিনয় করেছিলেন জগন্নাথ বাবু। এছাড়া ‘নেমসেক’, ‘সিটি অফ জয়’, ‘পুরুষােত্তম’, ‘ঘরে বাইরে আজ’-এ তাঁর কাজ চিরস্মরণীয়। তাঁর পরিচালনায় উল্লেখযােগ্য কিছু কাজ হলাে ‘সলিউশন এক্স’, ‘আবার যখের ধন’, ‘মনােরমা কেবিন’, ‘ওগাে প্রিয়তমা’, ‘বর বউ খেলা’। ‘জিগির’ নাট্যদলের অন্যতম পরামর্শদাতা ছিলেন তিনি। তাঁর লেখা নাটক ‘জেরা’ এখনও মঞ্চস্থ হয়। তাঁর মৃত্যুতে শােকস্তব্ধ শিল্পীমহল। শােকবার্তা জারি করা হয়েছে আর্টিষ্ট ফোরামের তরফে।

Related posts

শতবর্ষে হলো না পৌষমেলা, মনখারাপ শান্তিনিকেতনের

ক্যানভাস নিউজ

প্রয়াত সকলের প্রিয় অপু

ক্যানভাস নিউজ

করোনার সাথে লড়াইয়ে পরাজিত হলেন অভিনেতা – পরিচালক দেবীদাস ভট্টাচার্য

ক্যানভাস নিউজ