নিজস্ব প্রতিনিধি: কোচবিহার স্বপ্নউড়ানে’র চতুর্থ জন্মদিনকে কেন্দ্র করে গত ২৩ ও ২৪ ডিসেম্বর স্থানীয় সুকান্ত মঞ্চে অনুষ্ঠিত হয়ে গেল দু দিনের তোর্ষা নাট্যোৎসব৷ অনুষ্ঠান মঞ্চের নামকরণ করা হয়েছিলো কোচবিহার তথা উত্তরবঙ্গের অন্যতম শব্দ প্রক্ষেপক প্রয়াত সুশীল পালে’র নামে ৷ ২৩ তারিখ সন্ধ্যায় উৎসবের শুভ সূচনা করেন বিশিষ্ঠ সমাজসেবী নারায়ণ মোদক মহাশয় ৷ স্বপ্নউড়ানে’র সদস্যদের দ্বারা পরিবেশিত সংগীতানুষ্ঠানের পরই শুরু হয় উৎসবের প্রথম নাটক, উর্ণাবতী সেন নির্দেশিত এবং অভিনীত থিয়েটার ফোরাম প্রযোজনা ‘পার্শ্বচরিত্র’ ৷ এই দিনের দ্বিতীয় নাটক ছিলো চাকদহ নাট্যজনের বহুল প্রশংসিত এবং অভিনীত নাটক ‘ভানু সুন্দরীর পালা’ ৷ নাটকটি বাংলাদেশের বিখ্যাত নাট্যব্যাক্তিত্ব সায়ীক সিদ্দিকী দ্বারা রচিত এবং নির্দেশিত।

দ্বিতীয় দিন অর্থাৎ ২৪ ডিসেম্বর ছিলো স্বপ্নউড়ানে’র জন্মদিন ৷ দিনটিকে স্মরণ করে রাখতে স্বপ্নউড়ানে’র সদস্যরা ফাঁসিরঘাট এলাকার তোর্ষানদীর তীরবর্তী অঞ্চলে ৫০ জন দুঃস্থ এবং অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করে ৷ সন্ধ্যায় মূল অনুষ্ঠান শুরু হয় কোচবিহারের ২২ টি নাট্যদলের ২২ জন অভিনেত্রীর প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে ৷ মঞ্চস্থ হয় কোচবিহার অভিব্যাক্তি প্রযোজিত বহৃিশিখা দেব নির্দেশিত নাটক ‘ফুলকলি’৷ এইদিনের দ্বিতীয় তথা উৎসবের শেষ নাটক আমতা পরিচয় প্রযোজিত শুভেন্দু ভান্ডারী নির্দেশিত নাটক ‘সাবিত্রী বাঈ ফুলে’ ৷ উৎসবের দুদিন কোভিড আতঙ্ককে মাথায় রেখে সমস্তরকম সতর্কতা অবলম্বন করে প্রচুর মানুষ এসেছিলেন নাটক উপভোগ করতে ৷