নিজস্ব প্রতিনিধি: গত ১৩ ডিসেম্বর ও ১৮ থেকে ২০ ডিসেম্বর হাওড়া স্বপ্ন সৃজনের উদ্যোগে সালকিয়া রাজ দরবার হল, দিলীপ সরকার মঞ্চে অনুষ্ঠিত হল সৃজন নাট্যোৎসব। নাট্যোৎসবের প্রথম দিন ১৩ ডিসেম্বর বিকেলে ‘অতিমারীর পরিবেশে নাট্যচর্চার গতিপ্রকৃতি’ শিরোনামে এক আলোচনায় বক্তা হিসেবে উপস্থিত ছিলেন অসিত বসু, জয়রাজ ভট্টাচার্য এবং উদয় শঙ্কর পাল।

১৮ ডিসেম্বর আনুষ্ঠানিক ভাবে নাট্যোৎসবের উদ্বোধন করবেন রাজ্য আকাদেমির সদস্য সচিব হৈমন্তী চট্টোপাধ্যায় ও অভিনেতা বিমল চক্রবর্তী সহ বিশিষ্টজনেরা। এই নাট্যোৎসবে মোট ৯টি নাটকের দল নাটক পরিবেশন করেন। সুশান্ত মজুমদারে’র নির্দেশনায় রাণীকুঠি আঙ্গিকে’র ‘পিয়ানো’ ছিল উৎসবের প্রথম প্রযোজনা। এরপর মঞ্চস্থ হয় জয়দ্বীপ চক্রবর্তী’র নির্দেশনায় সুনীল নগর ড্রামা সেন্টারে’র ‘এক আহাম্মকের গল্প’ ও তরুন দাসে’র নির্দেশনায় সালকিয়া আগন্তুক নাট্যসংস্থার ‘চিঠি’।

১৯ ডিসেম্বর মঞ্চস্থ হয় নন্দন ভট্টাচার্যে’র নির্দেশনায় গড়িয়া সুচর্চা’র ‘সাইরেন’। তনিমা দাস সরকারে’র নির্দেশনায় সমকালীন সংস্কৃতি’র ‘বীজ’।
২০ ডিসেম্বর নাট্যোৎসবের শেষ দিন সন্ধ্যায় মঞ্চস্থ হয় মনোরঞ্জন সেনে’র নির্দেশনায় দোমোহানী বাজার নাট্যসেনা’র ‘শুভারম্ভ’। শুভাশিষ ব্যানার্জী’র নির্দেশনায় মৃচ্ছকটিকে’র ‘কৃষ্ণা’। সুশান্ত নীল ঘোষে’র নির্দেশনায় টালিগঞ্জ রঙ্গব্যঙ্গ অদ্বিতীয়া’র ‘চলমান অশরীরী’। অতিমারীর পরিবেশ কে মাথায় নিয়েও প্রচুর দর্শক এসেছিলেন নাটক দেখার জন্য।