নিজস্ব প্রতিনিধি: গত ২৮ – ২৯ ডিসেম্বর ২০২০ কৃষ্ণনগর দ্বিজেন্দ্র মঞ্চে সৌমিত্র চট্টোপাধ্যায় ও সুধীর চক্রবর্তী স্মরণে ‘পঞ্চম রূপকথা নাট্যমেলা’র আয়োজন করেছিল কৃষ্ণনগর রূপকথা। ২৮ ডিসেম্বর সন্ধ্যায় দেবব্রত মালাকারের কন্ঠে ‘আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে’ সংগীতের মধ্যে দিয়ে নাট্যমেলার শুভ সূচনা হয়। প্রদীপ প্রজ্বলন করে নাট্যমেলার উদ্বোধন করেন বিশিষ্ট সংগীত শিল্পী দীপঙ্কর দাস। সৌমিত্র চট্টোপাধ্যায় ও সুধীর চক্রবর্তী’র প্রতি শ্রদ্ধার্ঘ নিবেদন করেন বিশিষ্ট সাহিত্যিক তমাল বন্দ্যোপাধ্যায় ও বিশিষ্ট কবি রামকৃষ্ণ দে।

এরপর পূর্ব কলকাতা বিদূষক নাট্যমন্ডলী পরিবেশন করে অমিত সাহা’র নির্দেশনায় ‘কেন পল্টু জোরে ছোটে?’
নাট্যমেলার দ্বিতীয় দিন ২৯ ডিসেম্বর সন্ধ্যার প্রথমে মঞ্চস্থ হয় ভাস্কর জ্যোতি বিশ্বাসে’র নির্দেশনায় তেহট্ট লালনে’র প্রযোজনা ‘হরিণের সঙ্গে খেলা’। এরপর মঞ্চস্থ হয় শান্তিপুর রঙ্গপীঠের ‘ঈদগাহ’। মুন্সী প্রেমচাঁদের গল্প অবলম্বনে নাট্যরূপ ও পরিচালনা করেছেন নীলিমা বিশ্বাস। করোনা বিধি মেনে অনেক দর্শক নাটক গুলি উপভোগ করেন।