নিজস্ব প্রতিনিধি: গত ৩১ শে ডিসেম্বর ২০২০ সূচনা হল নেতাজীনগর সরস্বতী নাট্যশালার চতুর্থবর্ষ নাট্যোৎসবের। এবার সরস্বতী নাট্যশালার নাট্যোৎসব চারটি পর্বে বিভক্ত। ৩১ ডিসেম্বর প্রথম পর্বের অনুষ্ঠান অনুষ্ঠিত হল মুক্তাঙ্গন রঙ্গালয়ে। এবছর সরস্বতী নাট্যসম্মানে সম্মানিত হলেন প্রবাদপ্রতিম নাট্যব্যক্তিত্ব শ্রী পঙ্কজ মুন্সী। তার হাতে সম্মাননা তুলে দেন নাট্যব্যক্তিত্ব শ্রী প্রকাশ ভট্টাচার্য্য ।
এদিন সন্ধ্যায় মঞ্চস্থ হয় রাকেশ ঘোষের নির্দেশনায় দমদম শব্দমুগ্ধ নাট্যকেন্দ্রের নাটক ‘ঋতুপর্ণ ঘোষ’। এই করোনা আবহকালে দর্শক সমাগম ছিল চোখে পড়ার মতো । সরস্বতী নাট্যশালার সৌরজিৎ বসু জানালেন- দ্বিতীয় পর্যায় অনুষ্ঠিত হবে ১৪ ফেব্রুয়ারি ২০২১ উত্তর চব্বিশ পরগনার অশোকনগরের অমল আলো মঞ্চে। তৃতীয় পর্যায়ের আসর বসবে ২১ ফেব্রুয়ারি গোবরডাঙায় স্টুডিও থিয়েটারে। নাট্যোৎসবের চতুর্থ তথা শেষ পর্যায় অনুষ্ঠিত হবে ৯ ও ১০ মার্চ কলকাতার মুক্তাঙ্গন রঙ্গালয়ে।

পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট
Related posts
মন্তব্য করতে ক্লিক করুন