ক্যানভাস নিউজ
Image default
সংগীত

উদীচী গােবরডাঙার ধ্রুপদী সঙ্গীত সন্ধ্যা

নিজস্ব প্রতিনিধি: গত ২৬ জানুয়ারি উদীচী গােবরডাঙার আয়ােজনে ‘ষষ্ঠ গােবরডাঙা থিয়েটার‌ কার্নিভাল ২০২১’ এর প্রথম পর্যায় ‘ধ্রুপদী সঙ্গীত সন্ধ্যা’ অনুষ্ঠিত হল নবনির্মিত গােবরডাঙা প্রমথনাথ বসু স্মৃতি টাউন হলে। বলতে বাধা নেই মার্গ সঙ্গীতের এমন বৃহৎ আয়ােজন গােটা জেলায় বিরল। ধ্রুপদী সঙ্গীত সন্ধ্যা’র সূচনা করেন রাজ্য সঙ্গীত, নাটক, নৃত্য ও দৃশ্যকলা আকাদেমির সদস্য সচিব ড. হৈমন্তী চট্টোপাধ্যায় সহ বিশিষ্ট জনেরা।

এদিনের অনুষ্ঠান শুরু হয় প্রখ্যাত তবলা বাদক উজ্জ্বল ভারতীয় তিন তালে তবলা বাদনের মধ্যে দিয়ে। তাকে হারমােনিয়ামে সহযােগিতা করেন হিরন্ময় মিত্র। দেবাদৃতা মুখার্জি’র সরস্বতী বন্দনা, রাগাশ্রয়ী গান ও ভজন এদিন সন্ধ্যার ব্যতিক্রমী নিবেদন ছিল, যা শ্রোতাদের মুগ্ধ করে। তবলায় অরুণাভ মুখােপাধ্যায় ও হারমােনিয়ামে সুব্রত ভট্টাচার্যের সহযোগিতা দেবাদৃতার গানে অনন্য মাত্রা যােগ করে। এর পর ছিল সন্তুর। পরিবেশন করেন পন্ডিত সন্দীপ চ্যাটার্জী। তার বাদন শৈলীতে দুর্গা রাগটি শ্রোতাদের আবিষ্ট করে রাখে। তবলায় সার্থক সহযােগিতা করেন কৌশিক বন্দ্যোপাধ্যায়। এদিনের আয়ােজন শেষ হয় স্বনামধন্য সেতার বাদক জয়ন্ত ব্যানার্জি’র রাগ – মালগুজীর মধ্যে দিয়ে। পূর্ণ প্রেক্ষাগৃহে শিল্পীরা তাদের বাদনে সঙ্গীতের প্রতি ভালােবাসার সাক্ষী রইল এদিনের সন্ধ্যা। করােনা ত্রাসে সব আয়ােজন যখন ক্রম সংকোচিত, সেই সময় এই বৃহৎ আয়ােজন সংস্কৃতির শহর গােবরডাঙায় সৃষ্টি সুখকে আরও খানিকটা যে উদ্ভাসিত করলাে তা আর বলার অপেক্ষা রাখে না।

অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্বে ছিলেন এই আয়ােজনের অভিভাবক তাপস হালদার। এই আয়ােজন প্রসঙ্গে উদীচীর কর্ণধার জয়দীপ বিশ্বাস বর্তমান সময়ে শাস্ত্রীয় সঙ্গীত আয়ােজনের প্রয়ােজনীয়তার কথা বলেন। শীতের রাতে এত মানুষের ঢল এবারও প্রমাণ করলাে ঐতিহ্যের গােবরডাঙা এখনও আছে গােবরডাঙাতেই।

Related posts

‘আগামী দুমাসে ৬৩০ মেলা হবে’- ঘোষণা সঙ্গীত মেলায়

ক্যানভাস নিউজ

অস্কারের দৌঁড়ে বাংলা…?

ক্যানভাস নিউজ