নিজস্ব প্রতিনিধিঃ দীর্ঘ ৩ বছরের বেশি সময় ধরে ক্যান্সারের সাথে লড়াই করে ৬৫ বছর বয়সে ২৭ জানুয়ারি শনিবার হার মানলেন অভিনেত্রী শ্রীলা মজুমদার। তার প্রয়াণে শোকের ছায়া সিনে জগতে।
বাংলার পাশাপাশি হিন্দি ছবিতেও নিজের অভিনয় প্রতিভার পরিচয় দিয়েছেন। ১৯৮০ সালে মাত্র ১৬ বছর বয়সে মৃণাল সেনের হাত ধরে ‘একদিন প্রতিদিন’ সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে সিনেমা জগতে প্রবেশ করেন শ্রীলা মজুমদার। মৃণাল সেনের পরিচালনায় ছটি সিনেমাতে অভিনয় করেছেন তিনি। মৃণাল সেনের জন্ম শতবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানিয়ে কৌশিক গঙ্গোপাধ্যায়ের ছবি পালন-এ গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন শ্রীলা মজুমদার। গৌতম চট্টোপাধ্যায়ের ‘মহীনের ঘোড়াগুলি’, শ্যাম বেনেগালের ছবি ‘মাণ্ডি’ ও ‘আরোহন’ -এ গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। মৃণাল সেন থেকে শ্যাম বেনেগাল, অপর্ণা সেন, বিখ্যাত সব পরিচালকদের পছন্দের তালিকায় শ্রীলার নাম থাকত শীর্ষেই। বাণিজ্যিক ছবিতেও চুটিয়ে অভিনয় করেছেন। অভিনয় করেছেন একাধিক মেগা সিরিয়ালেও। অঞ্জন চৌধুরীর ‘পূজা’, হরনাথ চক্রবর্তীর ‘প্রতিবাদ’-এর মতো বাণিজ্যিক ছবিতে সমান ভাবে সাবলীল ছিলেন শ্রীলা। শুধু তাই নয়। ঋতুপর্ণ ঘোষের ‘চোখের বালি’-তে ঐশ্বর্য রাই বচ্চনের হয়ে ডাবিং করেছিলেন তিনি। দর্শকমহলে প্রচুর প্রশংসাও কুড়িয়েছিলেন।
শৈশবেই হারিয়েছিলেন বাবা রামচন্দ্র মজুমদার কে। মা ননী মজুমদার একাই বড় করে তোলে শ্রীলাকে। তিনিই যেন ছিলেন অভিনেত্রীর একমাত্র বন্ধু। মাকে কেন্দ্র করেই যেন আবর্তিত ছিল তাঁর জীবন।
পর্দায় তাঁর অভিনয়ের দাপট ছিল দেখার মতো। কিন্তু আলোক বৃত্তের বাইরে যেন তিনি ততটাই স্থির। শনিবারের বিকেলে নীরবেই চলে গেলেন অভিনেত্রী শ্রীলা মজুমদার।