নিজস্ব প্রতিনিধিঃ প্রয়াত প্রখ্যাত শিশু সাহিত্যিক ও ছড়াকার ভবানীপ্রসাদ মজুমদার। ৭ ফেব্রুয়ারি বুধবার সকালে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর।
১৯৫০ সালের ৯ এপ্রিল হাওড়ার শিবপুরের জন্মহয় ভবানীপ্রসাদ মজুমদারের। ছোট থেকেই পড়াশোনার পাশাপাশি কবিতাচর্চা ও লেখালেখিতে তার আগ্রহ ছিল। তাঁর লেখা বহু ছড়া ও গল্প সুখ্যাতি লাভ করে। ছোটদের পাশাপাশি বড়দের জন্যও লিখতেন তিনি। তাঁর লেখা ‘ছাগলের কান্ড’, ‘রঙ বদলের ব্যাপার স্যাপার’, ‘বাংলাটা ঠিক আসে না’ জনপ্রিয়তা লাভ করে।

তিনিই একমাত্র ছড়াকার যিনি ‘রায়’ বংশের তিনটি পুরষ্কার – ‘সুকুমার রায় শতবার্ষিকী পুরষ্কার’, ‘সত্যজিৎ রায় স্মৃতি পুরষ্কার’ ও ‘উপেন্দ্রকিশোর রায়চৌধুরী স্মৃতি পুরষ্কার’ পেয়েছেন। অনেকেই মনে করেন, সুকুমার রায়ের উত্তরসূরি যদি কেউ থাকেন, তিনি ভবানীপ্রসাদ মজুমদার।
গত কয়েক বছর ধরে বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন কবি ভবানীপ্রসাদ। তাঁর প্রয়াণ সাহিত্যজগতে অপূরণীয় ক্ষতি বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। কবি চলে গেলেও তাঁর সৃষ্টি অমর হয়ে থাকবে।