ক্যানভাস নিউজ
Image default
অন্যান্যথিয়েটার

বারাসাত কাল্পিকের নাট্যভাষা ২০২৪

নিজস্ব প্রতিনিধিঃ বারাসাত কাল্পিকের আয়োজনে, গত ২৭ ও ২৮ জানুয়ারি ২০২৪ ,বারাসাত সুভাষ ইনস্টিটিউট হলে অনুষ্ঠিত হল বারাসাত কাল্পিকের অন্তরঙ্গ নাট্যোৎসব ‘নাট্যভাষা ২০২৪’ ( প্রথম পর্যায় )। ২৭ জানুয়ারি সন্ধ্যায় বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব এবং নাট্যমোদী দর্শকের উপস্থিতি ও সরোদের মধুরতানকে সাক্ষ্য রেখে , দীপ শিখা প্রজ্জ্বলনের মাধ্যমে উৎসবের শুভারম্ভ করেন বিশিষ্ট নাট্য গবেষক আশীষ গোস্বামী, নাট্য ব্যক্তিত্ব তমাল মুখার্জী ও সন্তু সাঁধুখা । উৎসবের সূচনার পর প্রথমদিন প্রদর্শিত হয় বাদল সরকার রচিত হাওড়া জোনাকি প্রযোজিত নাটক ‘ভোমা’। বিশ্বজিৎ দাসের পরিচালনায় এই নাটকের সুরে সময়ের দাবিতে ভোমার খোঁজে নিমগ্ন দর্শককে মানবিকতার পাঠে নতুন ভবিষ্যতের দায়িত্ব বর্তায়। দ্বিতীয় নাটক গড়িয়া সুচর্চার ‘নোঙর ‘।


২৮ জানুয়ারি উৎসবের দ্বিতীয় দিনে প্রসন্ন সোনি নির্দেশিত মধ্যপ্রদেশের রঙদূত প্রযোজিত নাটক ‘বিজ্জী কহিন’ তুলেধরে অহঙ্কারের বিপরীতে সত্য জ্ঞানের সন্ধানের কথা। ইন্ডিয়ান মাইম থিয়েটার মঞ্চস্থ করে বের্টল্ট ব্রেখট রচনা অবলম্বনে মূকাভিনয় ‘মেরি ফায়ারের ভ্রূণ হত্যা’ পরিবেশনের মাধ্যমে সমাজের এক অন্ধকার সত্যকে তুলে ধরে। বারাসাত কাল্পিক প্রযোজিত দেবব্রত ব্যানার্জী নির্দেশিত ‘গল্পের মতো এভাবেই থেকে যায়’ বলে চলে করোনা কাল ও তার পরবর্তীতে রাষ্ট্র অবস্থান ও সাধারণের জীবন কাহিনী। নাট্যভাষার দ্বিতীয় পর্যায়ের ঘোষনার মধ্যে দিয়ে প্রথম পর্যায়ের সমাপ্তি ঘোষণা হয়।

Related posts

প্রয়াত অভিনেতা পরিচালক জগন্নাথ গুহ

ক্যানভাস নিউজ

প্রয়াত সকলের প্রিয় অপু

ক্যানভাস নিউজ

জেলার নাট্যচর্চায় ছাঁপ ফেলছে ক্রিয়েটিভ আর্ট পারফর্মার

ক্যানভাস নিউজ