ক্যানভাস নিউজ
Image default
চিত্রকলা

তুলির স্পর্শে অনুভূতি, রূপে রঙে রেখায়

নিজস্ব প্রতিনিধিঃ সম্প্রতি কলকাতা একাডেমি অফ ফাইন আর্টসের নর্থ গ্যালারিতে ‘ সুরের তালে রঙের নাচন’ শিরোনামে হয়ে গেল একটি মনোজ্ঞ চিত্র প্রদর্শনী। আয়োজন করেছিল ভিসুয়াল কনসার্টের ২৩ জন সদস্য ও সদস্যারা।

একাডেমি অফ ফাইন আর্টসের নর্থ গ্যালারিতে, শিল্পী বিরাজ কুমার পাল ও শিল্পী পরাগ রায় প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে প্রদর্শনীর শুভ সূচনা করেন। ১৫ জন শিল্পীর সমন্বয়ে এই প্রদর্শনীটি অনুষ্ঠিত হয়। এই প্রদর্শনীতে সমস্ত চিত্রশিল্পী ও ভাস্কর তারা নিজের চিন্তা ভাবনার উন্মেষ ঘটিয়েছেন যা দর্শকদের মুগ্ধ করেছে।

প্রদর্শনীর মুখ্য আহ্বায়ক শ্রী মানস মন্ডল বলেন তাদের এই গ্রুপটি ২০২৩ সালে শুভ সূচনা হয়, প্রদর্শনীতে সূচনা লগ্নের শিল্পীরাও যেমন আছেন, তেমনি আছেন বর্তমানের বেশ কিছু শিল্পী। সমস্ত শিল্পীদের শিল্পকর্ম দর্শকদের মুগ্ধ করেছে।

এই সংগঠনে সদ্য অংশগ্রহণকারী চিত্রশিল্পী শ্রী বুদ্ধদেব রায়ের শিল্পকর্ম দর্শকের মনে এক অপার্থিব আনন্দের সঞ্চার ঘটিয়েছে। তার ছবিতে রূপ, রং, রেখা ও যে ড্রামাটিক আলোর বিচ্ছুরণ ঘটেছে তা সমকালীন শিল্পের শিল্পরসিকদের কাছে দিগন্তের সূচনা করবে। আয়োজকরা বলেন এই ধরনের চিত্র প্রদর্শনী আরও বেশি পরিমাণে হওয়া উচিত, তাতে মানুষের মানবিক ও সামাজিক চেতনার উন্নতির প্রসার ঘটবে।