ক্যানভাস নিউজ
Image default
থিয়েটার

অনীকের গঙ্গা যমুনা নাট্য উৎসব – পথের সাথী মঞ্চে মাতি

কৃষ্ণচন্দ্র দে: সৃজনে দায়বদ্ধতায় ৩২ বছর পার করলো অনীকের গঙ্গা যমুনা নাট্য উৎসব। এবার অনীক তাদের উৎসবকে ৬টি পর্বে ভাগ করে নিয়েছে। ১৭ ডিসেম্বর তপন থিয়েটারে প্রথম পর্বের উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি রূপে হাজির ছিলেন নাট্য গবেষক অংশুমান ভৌমিক ও বিশিষ্ট সমাজ সেবী মানবেশ চৌধুরী সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনীকের কর্ণধার অরূপ রায় তার প্রারম্ভিক বক্তৃতায় দলের কার্যকলাপ নিয়ে বিস্তারিত বিবরণ প্রদান করেন এবং অদূর ভবিষ্যতে তাদের বিভিন্ন‌ কার্যক্রমের কথা ঘোষণা করেন।
অংশুমান ভৌমিক বলেন যে, গ্রুপ থিয়েটার বর্তমানে অনেকটাই আলংকারীক। করোনা আমাদের অনেককিছু শিক্ষা দিয়েছে। মানবিক মূল্যবোধ‌ কতটা রাখতে পেরেছি কতটা হারিয়েছি আমাদের আয়নার সামনে দাড় করিয়ে দিয়েছে। মানবেশ চৌধুরী বললেন, এই সময়ে দাড়িয়েও এত দর্শক দেখে খুব ভাল লাগছে।

‘হ্যামলিনের ইয়ে’ নাটকের দৃশ্য

১৭ ডিসেম্বর থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত এই নাট্য উৎসবের প্রথম দিনে মঞ্চস্থ হয় সুদীপ চ্যাটার্জি’র নির্দেশনায় পানিহাটি প্রচেষ্টার ‘স্পনসরশিপ’। ১৮ ডিসেম্বর মঞ্চস্থ হয় সৃজন মণ্ডলের নির্দেশনায় সূচনা বগুলা’র ‘পুটি রামায়ন’ এবং কিশলয় বসুর নির্দেশনায় জয়নগর এষণা’র ‘কিসসা কুর্সিকা’। ১৯ ডিসেম্বর মঞ্চস্থ হয় শ্যামল সরকারের নির্দেশনায় বিডনস্ট্রীট শুভমে’র ‘অথ: শিক্ষা বিচিত্রা’, ছিল সাগ্নিক চ্যাটার্জি রচিত ও নির্দেশিত মরমিয়া প্রযোজিত নাটক ‘হ্যামলিনের ইয়ে’, বিমল লোধ রায়ের নির্দেশনায় ফলাকাটা রেনেসা’র ‘কেয়াকুঞ্জ’, এদিন সবশেষে ছিল স্বপ্নদীপ সেনগুপ্তের নির্দেশনায় বরানগর ভূমিসূত থিয়েটারে’র ‘শিকার’। ২০ ডিসেম্বর উৎসবের শেষদিনের প্রথমে মঞ্চস্থ হয় দেবাশিস রায়ের নির্দেশনায় থিয়েটার প্লাটফর্মে’র ‘একটা সহজ খুনের গল্প’, এরপর একে একে মঞ্চস্থ হয় অভিরূপ দাসের নির্দেশনায় বহরমপুর থিয়েটার রুটস্ প্রযোজিত নাটক ‘দোদুল দোলা’, শুভেন্দু ভান্ডারীর নির্দেশনায় কোচবিহার স্বপ্নউড়ান প্রযোজিত নাটক ‘উমা’। অম্বর চম্পাটির নির্দেশনায় থিয়েটার প্রসেনিয়াম প্রযোজিত ‘স্বপ্ন দেখার গপ্পো’ মঞ্চায়নের মধ্যদিয়ে‌ নাট্য উৎসবের সমাপ্তি ঘটে।

Related posts

বিশ্ববঙ্গ মূকাভিনয় উৎসব

ক্যানভাস নিউজ

বেহালা ব্রাত্যজনের নাট্য সন্ধ্যা

ক্যানভাস নিউজ

যৌথ প্রয়াসে নাচ, গান ও নাটক

ক্যানভাস নিউজ