ক্যানভাস নিউজ
Image default
নৃত্য

মঞ্চে নৃত্য চলাকালীন বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু নৃত্যশিল্পীর

নিজস্ব প্রতিনিধিঃ ভাটপাড়া পৌরসভার ৬নং ওয়ার্ডের কাউন্সিলর অমিত গুপ্তার তত্ত্বাবধানে আয়োজিত ভাটপাড়া উৎসবে নৃত্য চলাকালীন বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ছাত্র নদীয়ার কল্যাণীর বাসিন্দা নৃত্যশিল্পী সজল বারুইয়ের।

২৫ জানুয়ারি সন্ধ্যায় ভাটপাড়া উৎসবের মঞ্চে নৃত্য প্রদর্শন করতে উঠেছিল হালিশহরের নৃত্য সংস্থা ছান্দসিকের শিল্পী সজল সহ বেশ কিছু ছাত্র-ছাত্রী। নৃত্য চলাকালিন মঞ্চে সাইড চেঞ্জ করতে গিয়ে মঞ্চে ওঠার সময় মঞ্চের সিঁড়ির পাশের উন্মুক্ত বিদ্যুৎ এর তারের উপর পড়ে প্রাণ গেল নৃত্য শিল্পীর। ছান্দসিকের নৃত্যশিল্পীদের অভিযোগ এই ঘটনার পর উদ্যোগতারা কোন প্রকার সহযোগিতা করেনি বরং উদ্যোগতাদের একজন সুলক্ষণা ঘোষ তড়িতাহতের ঘটনা অস্বীকার করে বলেছেন সজল মাথাঘুরে পড়েগেছে ও তার মৃত্যু হয়েছে বলে অভিযোগ করছেন উপস্থিত নৃত্যশিল্পীরা। ছান্দসিকের কর্ণধার স্বরূপ ঘটক সহ সকল শিল্পীরা ঘটনার পুর্ণাঙ্গ তদন্ত ও অভিযুক্তদের শাস্তি চাইছেন।

Related posts

পুতুল নাচের ইতি-কথা

ক্যানভাস নিউজ

গৌড়ীয় নৃত্য দিবসে পুনর্জন্মের কিছু কথা

ক্যানভাস নিউজ