নিজস্ব প্রতিনিধিঃ বেহালা ব্রাত্যজন একটি থিয়েটার দল যারা গত দশ বছর ধরে স্বতন্ত্র থিয়েটার ভাবনা নিয়ে বারবার এসেছে আমাদের সামনে, দেখতে চেয়েছে থিয়েটার কে আলাদা ভঙ্গিতে। সেই যাত্রায় কখনো আমরা দেখেছি বাদল সরকারের বিচিত্রানুষ্ঠান কে আধুনিক আঙ্গিকে, কখনো বা শেক্সপিয়ারের মার্চেন্ট অফ ভেনিসের যুগোপযুগী সংস্করণে, কখনো বা সামাজিক জীবনের দর্পণ পড়ে পাওয়া ষোলো আনাতে, কখনো বা পৃথিবী বিখ্যাত নাটক ডেথ অফ আ সেলসম্যান কে সমসাময়িক আধারে। এই যাত্রায় সঙ্গী হয়েছেন বাংলা থিয়েটারের অনেক বিশিষ্ট ব্যক্তিত্ব যেমন দেবশঙ্কর হালদার, মেঘনাদ ভট্টাচার্য, খরাজ মুখার্জি, রজতাভ দত্ত প্রমুখ। এইবার তারা প্রয়াস নিয়েছে রবীন্দ্রনাথের চারটি হাস্যকৌতুক ও ব্যঙ্গকৌতুক কে এক সূত্রে গেঁথে “ব্যঙ্গে রঙ্গে রবি” নাট্যাকারে । এইবার তারা ঠিক করেছিল এই প্রযোজনা হবেই একান্তই তাদের দলের প্রযোজনা আর তাই নাটকের শুধু অভিনয় নয়, বাকি আনুষঙ্গিক যেমন মঞ্চভাবনা, পোশাক, রূপসজ্জা সবেতেই তাদের দলের সবাই অবদান রেখেছে। গত ৩০শে মার্চ সন্ধ্যায় সল্ট লেকের অন্য থিয়েটার ভবনে কৃষ্ণকক্ষে তারা উপস্থাপনা করলো এই প্রযোজনা। দলের তরুণ এবং পরিণত অভিনেতা দের ও নির্দেশকের অফুরন্ত এনার্জির স্ফুলিঙ্গ ছড়িয়ে গেলো এই প্রযোজনাটির আনাচেকানাচে।
শুধু তাই নয়, সেই সন্ধ্যায় তারা হাত বাড়িয়ে দিল বাংলা থিয়েটারের একটি নতুন দলের উন্মেষ রচনে, তাদের নাম টালিগঞ্জ নাট্যচেতনা। এই ভাতৃবোধ আজকের দিনে সত্যি দুর্লভ। আশা করবো সামনের দিনে এই দলের আরও নতুন চিন্তাভাবনার সাক্ষ্য থাকবে বাংলা তথা ভারতের দর্শক।