ক্যানভাস নিউজ
Image default
থিয়েটার

বেঙ্গল থিয়েট্রিক্সের পথ চলা শুরুহল নাট্যোৎসবের মধ্যদিয়ে

নিজস্ব প্রতিনিধি: থিয়েটারে নতুন কিছু করার তাগিদে কিংশুক চ্যাটার্জি ও অভিজিৎ ব্যানার্জি চিন্তা ভাবনা শুরু করেন একটি প্ল্যাটফর্ম গড়ে তোলার জন্য। সেই অনুযায়ী ২০১৯ সালে ‘বেঙ্গল থিয়েট্রিক্স’ নামে তাঁদের আকাঙ্ক্ষা কাঙ্ক্ষিত রূপ পায়। তাঁদের উদ্যোগকে সাধুবাদ জানিয়ে এগিয়ে আসে আরও ১৮ টি নাট্যদল। ২০২০ সালের অক্টোবর মাসে তাঁদের নাট্যোৎসব শুরু হ‌ওয়ার কথা ছিল, কিন্তু করোনা অতিমারির কারণে ওই উৎসব শুরু হয়েছে ২০ ডিসেম্বর, ২০২০ তারিখে। প্রতি মাসে একদিন তিনটি করে নাট্যদল নিয়ে এই উৎসব উদযাপিত হবে।

প্রিজম থিয়েটারের ‘এখন প্লাবন’ নাটকের দৃশ্য

২০ ডিসেম্বর সন্ধ্যায় নৈহাটি ঐকতান মঞ্চে শুরু হয় নাট্যোৎসবের উদ্বোধনী অনুষ্ঠান। মঞ্চে উপস্থিত ছিলেন অভিনেতা-নির্দেশক দেবাশিস সরকার ও নাট্যকার-নির্দেশক সঞ্জয় আচার্য সহ বিশিষ্ট জন। তাঁদের প্রারম্ভিক বক্তব্যের পর প্রদীপ প্রজ্জ্বলনের মধ্যদিয়ে নাট্যোৎসবের শুভ সূচনা হয়। ২০ ডিসেম্বর মঞ্চস্থ হয় প্রসেনজিৎ দাসের নির্দেশনায় নব অজান্তিকের ‘ইচ্ছে করে’, সত্যব্রত চক্রবর্তীর নির্দেশনায় রসুলপুর প্রিজম থিয়েটারের ‘এখন প্লাবন’, দেবাশীষ নন্দীর নির্দেশনায় হালিশহর অ- আ- ক- খ-র ‘পাখি’।
নৈহাটি সহ পার্শ্ববর্তী অঞ্চলের অনেক দর্শক এসেছিলেন নাটকগুলি উপভোগ করার জন্য। ১৭ জানুয়ারি ও ১৪ ফেব্রুয়ারি বেঙ্গল থিয়েট্রিক্সে’র পরবর্তী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

Related posts

বিশ্ব নাট্যদিবস অনলাইনে

ক্যানভাস নিউজ

রাজডাঙ্গা দ্যোতকের মুক্ত প্রাণ নাট্যোৎসব

ক্যানভাস নিউজ

দশ দলের নাট্য উৎসব

ক্যানভাস নিউজ