ক্যানভাস নিউজ
Image default
সংগীত

অস্কারের দৌঁড়ে বাংলা…?

নিজস্ব প্রতিনিধিঃ এই প্রথম কোনও বাংলা গান অস্কারে গেল।স্বাভাবিকভাবেই খুশির হাওয়া বাংলার শিল্পী মহলে।
আগামী বছরের মার্চ মাসে আয়োজিত হবে অ্যাকাডেমি অ্যাওয়ার্ড। এখন চলছে বাছাই পর্ব। তার জন্য গোটা দুনিয়ার ৮৯টি গান ও ১৪৬টি আবহসঙ্গীতকে বেছে নেওয়া হয়েছে। এর মধ্যেই রয়েছে ইমন চক্রবর্তীর গাওয়া ‘ইতি মা’ গানটি। ইন্দিরা ধর মুখোপাধ্যায় পরিচালিত ‘পুতুল’ সিনেমার জন্য ইমন গানটি গেয়েছেন। গানের গীতিকার অনির্বাণ ভট্টাচার্য এবং সুরকার সায়ন গঙ্গোপাধ্যায়।


ইমন বলেন, এই খবর আমি পাই আজ সকাল ১১টা নাগাদ। তখন আমি ‘সারে‌গামাপা’-র সেটে শুটিংয়ে ব্যস্ত। তবে আমি এখনও হজম করে উঠতে পারছি না বিষয়টা। আমাকে কেউ চিমটি কাটুক। আসলে এমন পরিস্থিতিতে আমার পেটের মধ্যে কেমন গুড়গুড় করতে থাকে। খবর পেয়েই প্রথম জানাই ‘সারেগামাপা’-এর সেটের বন্ধু, সহ-বিচারকদের। তারপর খবর দিই নীলাঞ্জনকে। এরপর খবর দিই বাবাকে।’ তাহলে কি এবার বাংলায় অস্কার আসতে চলেছে? এর জবাবে গায়িকা বলেন, ‘না না, এত প্রত্যাশা আমি রাখি না।’ মনোনয়ন এখনো হয়নি এখন বাছাই পর্ব চলছে।
শুধু ইমন চক্রবর্তীর গাওয়া গান ‘ইতি মা’ নয়, জায়গা করে নিয়েছে সঙ্গীতশিল্পী বিক্রম ঘোষের ‘ব্য়ান্ড অফ মহারাজাস’- ছবির গানও। যার পরিচালক গিরিশ মালিক।


বিক্রম ঘোষ জানিয়েছেন, ‘খবরটা পেলাম পরিচালক গিরিশ মালিকের কাছ থেকে। তবে এবার প্রথম নয়, এর আগেও আমাদের জুটির ছবি অস্কারের দৌঁড়ে ছিল। যতদূর আমি জানি, এটাই একমাত্র হিন্দি ছবি, যে এই তালিকায় জায়গা করে নিয়েছে। এই ছবিতে আমি কিন্তু অভিনয়ও করেছি। যাঁরা গান গেয়েছে, তাঁরাও বাঙালি। তবে এখানে বলা দরকার, এই তালিকা চূড়ান্ত মনোনয়ন নয়, এর থেকেই ফাইনাল চূড়ান্ত মনোনয়নের তালিকা তৈরি হবে।’

Related posts

‘আগামী দুমাসে ৬৩০ মেলা হবে’- ঘোষণা সঙ্গীত মেলায়

ক্যানভাস নিউজ

উদীচী গােবরডাঙার ধ্রুপদী সঙ্গীত সন্ধ্যা

ক্যানভাস নিউজ