ক্যানভাস নিউজ
Image default
অন্যান্য

করোনার সাথে লড়াইয়ে পরাজিত হলেন অভিনেতা – পরিচালক দেবীদাস ভট্টাচার্য

ভাষ্কর পাল: করোনার সাথে দীর্ঘ ১৭ দিন লড়াইয়ের পর আজ ২৭ডিসেম্বর ভোর ৩.১৫ মিনিটে ঢাকুরিয়ার একটি বেসরকারি হাসপাতালে প্রয়াত হলেন মঞ্চ অভিনেতা ও বাংলা সিরিয়ালের জনপ্রিয় পরিচালক দেবীদাস ভট্টাচার্য।
১৯৬০ সালের ২ নভেম্বর উত্তর ২৪ পরগনার বসিরহাট বিএসএফ ময়দানের পার্শ্ববর্তী গোয়ালপোতায় জন্মগ্রহণ করেন দেবীদাস ভট্টাচার্য।

স্কুল জীবন থেকেই তার নাটকের প্রতি ঝোঁক তৈরি হয়। মনোতোষ বিশ্বাসের হাত ধরে সুমেরু নাট্য গোষ্ঠী’তে যোগদান করেন। তার প্রথম অভিনীত নাটক ‘এখনো অন্ধকার’। এর কয়েক বছরপর তিনি মহুয়া নাট্য গোষ্ঠীর প্রতিষ্ঠা করেন। কলেজ জীবন শেষ করে বন্ধুরা মিলে তৈরি করেন শবনম নাট্যদল। পরবর্তীকালে উর্বী নাট্য সংস্থা স্থাপন করে নিয়মিত নাট্যাভিনয় এবং নির্দেশনার কাজ করতে থাকেন। তাঁর অভিনীত এবং নির্দেশিত কয়েকটি নাটক হল পাঞ্জা, বন্ধ দরজা, রথের রশি, মহাবিদ্যা, ফাস্ট ট্রেন। রুটি-রুজির টানে কলকাতার কমার্শিয়াল থিয়েটারে যোগদান করেন। সেখানে অনুপ কুমার থেকে শুরু করে সৌমিত্র চট্টোপাধ্যায়, রঞ্জিত মল্লিক, অপর্ণা সেন, দিলীপ রায়ের মতো একাধিক অভিনেতাদের সঙ্গে তিনি একই মঞ্চে অভিনয় করেন। অপর্ণা সেনে’র ‘পান্নাবাই’ নাটকে তিনি অসাধারণ অভিনয় করে দর্শকদের মধ্যে আলোড়ন সৃষ্ট করেন।

এসময় তাঁর পরিচয় ঘটে দেবাংশু সেনগুপ্ত সাথে এবং টেলিভিশনে অভিনয়ের সুযোগ পান।পাশাপাশি সাংবাদিক নির্মল বসু হাত ধরে পরিচত হন নটসেনার নির্দেশক সরোজ রায়ের সাথে, দুজনের মধ্যে গভীর হৃদ্রতা গড়ে ওঠে। ছোট পর্দায় অভিনয়ের পাশাপাশি সহ পরিচালকে’র কাজও তিনি করতে থাকেন। পরবর্তীকালে আকাশ বাংলার একটি বিশিষ্ট পদের অধিকারী হন। রানী কাহিনী, কে তুমি নন্দিনী, রাম ঠাকুর ‌ও বৃদ্ধাশ্রম প্রভৃতি জনপ্রিয় ধারাবাহিকে তিনি পরিচালনার দায়িত্বে ছিলেন। সম্প্রতিকালে ‘সংকল্প’ নামে একটি নাট্যদলের স্থাপন করেন। তার এই আকস্মিক প্রয়াণে গোটা টালিগঞ্জ ইন্ডাস্ট্রিতে শোকের ছায়া নেমে এসেছে।

Related posts

পশ্চিমবঙ্গে নাট্য হিপোক্রেটস!

ক্যানভাস নিউজ

বছর শেষে নক্ষত্র পতন, চলে গেলেন অভিনেতা আব্দুল কাদের

ক্যানভাস নিউজ

বারাসাত কাল্পিকের নাট্যভাষা ২০২৪

ক্যানভাস নিউজ