ক্যানভাস নিউজ
Image default
থিয়েটার

একটি প্রযোজনা উৎসব, মুক্তির স্বাদ দিল বর্ষবরণের আগে

নিজস্ব প্রতিনিধি: ছন্দে ফিরছে জীবন। মঞ্চে ফিরছে নাটক। ২০২০ সাল, এমন একটা বছর যার সালতামামিতে থাকবে শুধু একটাই শব্দ ‘গৃহবন্দী’। প্রায় ৬ মাস ধরে ঘরবন্দী জীবন সকলের কাছেই ছিল অসহ্য, দুর্বিসহ। তার থেকে মুক্তি দিল ‘একটি প্রযোজনা উৎসব’। বড়দিনের আবহে দক্ষিণ কলকাতার মুক্তাঙ্গন রঙ্গালয়ে ২৫ ও ২৬ ডিসেম্বর নাটক দেখতে দুই সন্ধ্যায় মানুষের ঢল নেমেছিল। সকল স্বাস্থ্যবিধি মেনেই উৎসবের আয়োজন করেছিল বসিরহাটের একটি প্রযোজনা নাট্য সংস্থা। এই উৎসবের সুরও বাঁধা হয়েছিল বন্দী দশার মুক্তির লয়ে।
নিজেদের দুটি নাট্য প্রযোজনা সহ, কলকাতা ও পার্শ্ববর্তী জেলার চারটি নাট্য দল তাদের নাটক মঞ্চস্থ করে। রাজ্য আকাদেমির সদস্য সচিব হৈমন্তী চট্টোপাধ্যায় উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

‘হিংসুটে’ নাটকের দৃশ্য

প্রথম সন্ধ্যায় ঐক্যতানের শিশু নাট্য বিভাগের নিবেদিত ও একটি প্রযোজনার ব্যবস্থাপনায় সুকুমার রায়ের ‘হিংসুটে’ দিয়ে নাট্যযাত্রার শুভ সূচনা করে আয়োজক দল। ভাস্কর পালের নির্দেশনায় কচিকাচাদের অভিনয় উপস্থিত দর্শকদের শৈশবে ফিরিয়ে নিয়ে যেতে সক্ষম হয়। অতঃপর ‘খড়দহ থিয়েটার জোন’-এর নারীমুক্তির বার্তাবাহী ‘আমি তো সেই মেয়ে’ যার নির্দেশক ছিলেন তপন দাস। এবং ‘টালিগঞ্জ স্বপ্নমৈত্রী’ প্রযোজিত ও ইন্দ্রনীল মুখার্জি নির্দেশিত ‘ভাগ্য-বিচার’ মঞ্চস্থ হয়। ‘ভাগ্য-বিচার’ নাটকটি উপস্থিত দর্শকমননে নির্ভেজাল হাসির বীজ বুনে দিয়ে যায়।

‘আমি তো সেই মেয়ে’ নাটকের দৃশ্য

উৎসবের দ্বিতীয় দিনে, ‘মাচার মানুষ’ প্রযোজিত নাটক ‘অ-সুখ’ এক অসহায় ভালোবাসার নাট্যদ্বন্দ্ব তুলে ধরে। অভিনয়ের পাশাপাশি নাটক ও নির্দেশনায় ছিলেন সুচরিতা বড়ুয়া চট্টোপাধ্যায়। তেমনই দিনের দ্বিতীয় নাটক ‘একটি প্রযোজনা’র ‘এক চিলতে রোদ্দুর’ যাদের জীবনে প্রতিটা দিনই এমন লকডাউন থাকে; বছরের পর বছর, আজীবন.. তাদের ঠিক কেমন কাটে দিনগুলো? ‘পাগলবাড়ী’র মানুষগুলোর সেই হালহকিকত নিয়েই ভাস্কর পালের নাটক ‘এক চিলতে রোদ্দুর’। যার নির্দেশনা দিয়েছেন তপন দাস ও সহকারী নির্দেশনা দিয়েছেন অভিষেক পাল। তরুণ কুশীলবদের মঞ্চে নিজেদের উপস্থাপনা মন ভরিয়ে দেয়। শেষে আনন্দমহল (সাউথ গড়িয়া) নিবেদিত ও সৌরভ মুখোপাধ্যায় নির্দেশিত ‘মুক্তি’ রবীন্দ্রনাথের মুক্তচিন্তার জয়গান গায়। নাট্য উৎসব শেষ হয়, রাসবিহারী মোড়ে থাকা পথবাসীদের হাতে শীতবস্ত্র তুলে দেওয়ার মাধ্যমে।

Related posts

বেঙ্গল থিয়েট্রিক্সের পথ চলা শুরুহল নাট্যোৎসবের মধ্যদিয়ে

ক্যানভাস নিউজ

বিশ্ব নাট্যদিবস অনলাইনে

ক্যানভাস নিউজ

উদীচীর থিয়েটার সামিট

ক্যানভাস নিউজ