ক্যানভাস নিউজ
Image default
থিয়েটার

যাদবপুর নাট্যমেলা এবছর পথনাটক উৎসবে পরিনত হয়েছে !

নিজস্ব প্রতিনিধি: বর্তমান অতিমারি পরিস্থিতি এই বছর যাদবপুর নাট্যমেলার ধরণটাই পাল্টে দিয়েছে। গত ৬ বছর ধরে নিরঞ্জন সদন প্রেক্ষাগৃহে যাদবপুর অভিযান জমজমাট ভাবে নাট্যমেলা করে আসছে। এই সপ্তম বছরে করোনার কারণে যাদবপুর নাট্যমেলা ‘পথনাটক উৎসবে’ পরিনত হয়েছে। গত ১২ ও ১৩ ডিসেম্বর নিরঞ্জন সদন প্রাঙ্গণে ‘যাদবপুর নাট্যমেলা’র আয়োজন করেছিল যাদবপুর অভিযান।

‘পলিটিক্স করোনা’ নাটকের দৃশ্য

এবছরের নাট্যমেলায় সর্বমোট আটটি দল অংশগ্রহন করেছিল। প্রথম দিন ১২ ডিসেম্বর মঞ্চস্থ হয় জনগণমন প্রযোজিত নাটক ‘ইঁদুর কল’, অ্যাক্টো প্রযোজিত নাটক ‘বিষের ২১শে’, গড়িয়া সুচর্চা প্রযোজিত নাটক ‘বধ্যভূমিতে সূর্যমুখী’ এবং ইনকিলাব প্রযোজিত নাটক ‘দ্যা রং রুট’।
উৎসের দ্বিতীয় দিন ১৩ ডিসেম্বর ছিল নাট্যআনন প্রযোজিত নাটক ‘আমি ও আমরা’, আনকাটেন্ট প্রযোজিত নাটক ‘পলিটিক্স করোনা’, স্পন্দন প্রযোজিত মূকাভিনয় ‘অভিবাসন’ এবং নবকল্লোল প্রযোজিত নাটক ‘ভাইরাস’।
সবরকম করোনাবিধি ও শারীরিক দূরত্ব বজায় রেখে দর্শকরা এই পথনাটক উৎসবে সামিল হয়েছিলেন।

Related posts

সৌমিত্র ও সুধীর স্মরণে পঞ্চম রূপকথা নাট্যমেলা

ক্যানভাস নিউজ

আসছে নকশার জাতীয় নাট্যোৎসব

ক্যানভাস নিউজ

রাজডাঙ্গা দ্যোতকের মুক্ত প্রাণ নাট্যোৎসব

ক্যানভাস নিউজ