নিজস্ব প্রতিনিধি: করোনার চোখরাঙানি উপেক্ষা করে গত ১০ থেকে ১৩ ডিসেম্বর’২০ যোগেশ মাইম একাডেমীতে খিদিরপুর রং-বে-রং নাট্যসংস্থা প্রথমবার ‘কবিতীর্থ নাট্যোৎসবের’ আয়োজন করে। ১০ডিসেম্বর ‘থিয়েটার আজকাল’ শিরোনামে এক আলোচনায় ছিলেন নাট্য সমালোচক শ্রী রঞ্জন গঙ্গোপাধ্যায় ও নাট্য পরিচালক শ্রী শুভঙ্কর গুহ।
১১ ডিসেম্বর আনুষ্ঠানিক ভাবে কবিতীর্থ নাট্যোৎসবের শুভ সূচনা করেন রাজ্য একাডেমীর সদস্য সচিব ডঃ হৈমন্তী চট্টোপাধ্যায় ও নাট্য নির্দেশক শ্রীমতি সুপর্ণা ব্যানার্জি। ১১ থেকে ১৩ ডিসেম্বর সর্বমোট ছয়টি নাটক মঞ্চস্থ হয়। ১১ ডিসেম্বর মঞ্চস্থ হয় তরুন দাসের নির্দেশনায় সালকিয়া আগন্তুক নাট্য সংস্থার ‘চিঠি’ ও শুভজিৎ বন্দ্যোপাধ্যায়ের নির্দেশনায় ডানকুনি থিয়েটার শাইনে’র ‘তোমার ডাকে’।
১২ ডিসেম্বর মঞ্চস্থ হয় জয়ন্তদ্বীপ চক্রবর্তীর নির্দেশনায় সুনীলনগর ড্রামা সেন্টারের ‘এক আহাম্মকের গল্প’ ও সুশান্ত মজুমদারের নির্দেশনায় রানীকুঠি আঙ্গিকে’র ‘পিয়ানো’। ১৩ ডিসেম্বর শেষ দিনের সন্ধ্যার প্রথমে মঞ্চস্থ হয় সাত্যকি সরকারের নির্দেশনায় বজবজ অঙ্গন নাট্য সংস্থা’র ‘ সংখ্যালঘু’ এবং তন্ময় চন্দ্রের নির্দেশনায় খিদিরপুর রং-বে-রং এর নতুন প্রযোজনা ‘সিস্টেম-টু’ নাটকের মঞ্চায়নের মধ্য দিয়ে উৎসবের সমাপ্তি ঘটে। করোনাকালের সকল স্বাস্থ্যবিধি মেনে টানা চার দিন সবার ঐকান্তিক প্রচেষ্টায় উৎসব সর্বাঙ্গীনভাবে সুন্দর হয়ে উঠেছিল।