ক্যানভাস নিউজ
Image default
থিয়েটার

যৌথ উদ্যোগে অন্তরঙ্গ নাট্য উৎসব

নিজস্ব প্রতিনিধি: খড়দহ থিয়েটার জোন এবং পানিহাটি ব্রাত্যজনে’র যৌথ উদ্যোগে হয়ে গত ১৪ ও ১৫ ডিসেম্বর ২০২০ নাগেরবাজারে থিয়েএপেক্স নাট্য গৃহে অনুষ্ঠিত হল অন্তরঙ্গ নাট্য উৎসব। দু দিনের নাট্য উৎসবে মোট পাঁচটি নাটক প্রদর্শিত হয়। ১৪ ডিসেম্বর অন্তরঙ্গ নাট্য উৎসবের উদ্বোধন করেন নাট্যব্যক্তিত্ব শ্রী প্রবীর গুহ, শ্রী সলিল সরকার ও শ্রী অঞ্জন দেব সহ বিশিষ্ট জনেরা।
অনুষ্ঠানের শুরুতে বক্তব্য রাখতে উঠে নাট্য ব্যক্তিত্ব সলিল সরকার কলকাতার থিয়েটারে’র শুরুর দিকের অনেক কথা বলেন। সময়ের সাথে থিয়েটার কে দেখার দৃষ্টিভঙ্গি যেভাবে পাল্টেছে, সেটাও উঠে আসে তার বক্তব্যে।

‘নাটকের গান নাবিকের প্রাণ’ নাটকের দৃশ্য

এরপর প্রবীর গুহ তার দীর্ঘ থিয়েটার যাপন নিয়ে বক্তব্য রাখেন। তার বিশ্বাস, তার অভিজ্ঞতার কথা বলেন। বলেন কীভাবে তিনি গ্রামের বিভিন্ন লোকশিল্পের দ্বারা অনুপ্রাণিত হয়ে তার থিয়েটারে তিনি সেগুলিকে আনার চেষ্টা করেন। নাট্য ব্যক্তিত্ব অঞ্জন দেব একটি গানের মাধ্যমে অনেক কিছু বুঝিয়ে দেন। তার গানের সাথে প্রতিটি দর্শক গলা মেলান। গানের মধ্যদিয়ে উৎসবটি যেন আরও অন্তরঙ্গ হয়ে ওঠে। এদিন প্রদর্শিত হয় দুটি নাটক। প্রথমটি খড়দহ থিয়েটার জোনে’র ‘ঘরে বাইরে’ ও দ্বিতীয়টি একটি প্রযোজনা’র ‘এক চিলতে রোদ্দুর’ দুটি নাটকেরই নির্দেশক ছিলেন তপন‌ দাস।
নাট্য উৎসবের দ্বিতীয় দিন প্রদর্শিত হয় তিনটি নাটক। লোকনাথ দে’র নির্দেশনায় মুখ ওরা নাট্য দলের ‘কিছু সংলাপ’, তপন দাসে’র নির্দেশনায় খড়দহ থিয়েটার জোনে’র ‘আমি তো সেই মেয়ে’ ও জীবন অধিকারী’র নির্দেশনায় গোবরডাঙ্গা নাবিক নাট্যমে’র ‘নাটকের গান নাবিকের প্রাণ’। দুইদিনের এই নাট্য উৎসবে বহু দর্শকের সমাগম ঘটে।

Related posts

দশ দলের নাট্য উৎসব

ক্যানভাস নিউজ

বিশ্ব নাট্য দিবসের বাণী এবার কে দিলেন…

ক্যানভাস নিউজ

জেলার নাট্যচর্চায় ছাঁপ ফেলছে ক্রিয়েটিভ আর্ট পারফর্মার

ক্যানভাস নিউজ