নিজস্ব প্রতিনিধি: অতিমারির জন্য নাট্য চর্চা বেশ কিছু দিন স্তব্ধ থাকার পর আস্তে আস্তে স্বাভাবিকের দিকে এগোচ্ছে। ফলে নাটকের সাথে দর্শকদের দূরত্ব কিছুটা হলেও বেড়েছে। অন্তরঙ্গ নাটকের মাধ্যমে নাটকের সাথে দর্শকদের দূরত্ব কমানোর জন্য উদ্যোগ নিল পূর্ব বর্ধমানের নবগ্রামের ‘ময়না অন্য ভাবনা নাট্য ও সংস্কৃতি চর্চা কেন্দ্র’। অন্য ভাবনার পক্ষ থেকে প্রতি মাসে অন্তরঙ্গ নাটক দর্শকদের উপহার দেওয়ার শুভারম্ভ হল গত ১৩ ডিসেম্বর নাট্যব্যক্তিত্ব দেবাশিষ সরকারের উপস্থিতিতে।
এদিন মঞ্চস্থ হয় বাবলু চৌধুরীর একক অভিনয়ে দেবাশিষ সরকারের নির্দেশনায় হালিসহর ইউনিটি মালঞ্চের ‘খাণ্ডব পুড়ছে’। মানুষের জীবনের সাথে জড়িয়ে থাকা বিষন্নতা, দুঃখ জীবনের চলার পথে বাধা হয়ে দেখা দিলেও থিয়েটার তার নিজস্ব গতিতে স্বমহিমায় এগিয়ে চলে- এটাই ছিল নাটকের মূল বিষয়। নাটক শেষে দর্শকদের সাথে নির্দেশকের মত আদান প্রদানের পর্বটি ছিল শিক্ষামূলক ও অভিনব। নাটক শেষে অন্য ভাবনার সভাপতি বিকাশ বন্দ্যোপাধ্যায় বলেন- “স্থানটি অল্প পরিসর হওয়ার জন্য আমরা সকল দর্শককে বসার ব্যবস্থা করতে পারিনি। তবে আমরা অঙ্গীকার করছি আগামি মাস থেকে আমরা সকল দর্শকদের বসার ব্যবস্থা করবো৷ আগামি জানুয়ারি মাসে এখানে চন্দননগর যুগের যাত্রী অনুপম ভট্টাচার্যের পরিচালনায় ‘বিগ বাজার’ নাটক নিয়ে হাজির থাকবে”।