ক্যানভাস নিউজ
Image default
থিয়েটার

আরও বেঁধে রাখবে রঙ্গসেণা’র রঙ্গমৈত্রী উৎসব

নিজস্ব প্রতিনিধি: নৈহাটি রঙ্গসেণার রঙ্গমৈত্রী উৎসবে’র তৃতীয় পর্ব অনুষ্ঠিত হল গত ১৩ ডিসেম্বর নৈহাটি ঐকতান মঞ্চে। এদিন প্রথম দর্শনে ছিল বেলঘড়িয়া মধুবন নাট্য সংস্থা’র অনবদ্য নাটক ‘চৈতী হাওয়া’। সুন্দর বিন্যাসে অনবদ্য উপস্থাপনা। দ্বিতীয় দর্শনে ছিল রসুলপুর প্রিজম থিয়েটারে’র মনোগ্রাহী নাটক ‘এখন প্লাবন’। আর সন্ধ্যার শেষ দর্শনে ছিল রঙ্গসেণার নবিন নির্দেশক অরিতা মালাকারে’র নির্দেশনায় সিক্তা বসুর ছোট গল্প অবলম্বনে রঙ্গসেণার প্রযোজনা ‘ফৌনিকতা’। এই নিউ নর্মাল সিচুয়েশনে সমস্ত রকমের বিধিনিষেধ মেনেও নাটকে ভালোবেসে অনেক দর্শকের আগমন ছিল উপরি পাওনা।

সন্তোষপুর অনুচিন্তণে’র ‘অকাল বোধন’ নাটকের দৃশ্য

রঙ্গমৈত্রী উৎসব চতুর্থ পর্ব অনুষ্ঠিত হয় ১০ জানুয়ারি গোবরডাঙা শিল্পায়ণ স্টুডিও থিয়েটারে। এই পর্বটিও যৌথ প্রয়াসে অনুষ্ঠিত হয়।
১০ জানুয়ারি সন্ধ্যায় প্রথম দর্শনে ছিল গৌরব দাসে’র নির্দেশনায় সন্তোষপুর অনুচিন্তনের প্রযোজনা ‘অকাল বোধন’। দ্বিতীয় দর্শনে ছিল ধ্রুপদ ঘোষে’র নির্দেশনায় নৈহাটি রঙ্গসেণার প্রযোজনা ‘শ্রীচরণকমলেষু’। তৃতীয় দর্শনে ছিল সুকুমার চট্টোপাধ্যায়ে’র নির্দেশনায় সারস্বত প্রযোজনা ‘তাহার নামটি রঞ্জনা’।
সবরকমের স্বাস্থ্য সচেতনতা মূলক বিধি নির্দেশ মেনে অনুষ্ঠান হয়। এই উৎসব সম্পর্কে দলের কর্ণধার শ্রী ধ্রুপদ ঘোষ জানালেন ‘আমাদের এই নিউ নরমাল মুহূর্তে আমাদের আরও বেঁধে বেঁধে থাকতে হবে – মানুষের জন্য – শিল্পের তাগিদে’। রঙ্গমৈত্রী উৎসবের শেষ পর্যায় অনুষ্ঠিত হবে চুঁচুড়া রবীন্দ্র ভবনে মার্চ মাসের প্রথম সপ্তাহে। সকলের ভালোবাসা পেতে চায় নৈহাটি রঙ্গসেণা।

Related posts

বিশ্ববঙ্গ মূকাভিনয় উৎসব

ক্যানভাস নিউজ

দশ দলের নাট্য উৎসব

ক্যানভাস নিউজ

বছর শেষে যুগের যাত্রী’র ২৯ তম নাট্য মেলা

ক্যানভাস নিউজ