ক্যানভাস নিউজ
Image default
থিয়েটার

গোবরডাঙ্গা নকসার ৮ম বর্ষ জাতীয় নাট্যোৎসব

নিজস্ব প্রতিনিধি: নাটকের আতুরঘর গােবরডাঙ্গার অন্যতম নাট্যদল নকসা। দীর্ঘ্য ৪০ ধরে নাট্যচর্চা করে চলেছে গোবরডাঙ্গা নকসা। গত ২৩ থেকে ২৭ ডিসেম্বর নকসার আয়োজনে ‘রঙযাত্রা’ শিরোনামে ৮ম বর্ষ জাতীয় নাট্যোৎসব অনুষ্ঠিত হয়েগেল নকসার নিজস্ব নাট্যগৃহ সংস্কৃতি কেন্দ্রের মঞ্চে ও উঠোনে।
২৩ ডিসেম্বর সন্ধ্যায় বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব সুবোধ পট্টনায়ক, প্রদীপ ভট্টাচার্য, বিজন ঘোষ, হৈমন্তী চট্টোপাধ্যায় ও নকসার কর্ণধার আশিস দাস প্রদীপ জ্বালিয়ে নাট্যোৎসবের সূচনা করেন। ৫ দিন ধরে চলা এই জাতীয় নাট্যোৎসবে মোট ১৬ টি প্রযোজনা মঞ্চস্থ হয়।

‘সাধনা’ নাটকের দৃশ্য। ছবি: সুদীপ কুমার

২৩ ডিসেম্বর সূচনার পর সংস্কৃতি কেন্দ্রের উঠোনে সুবােধ পট্টনায়কে’র নির্দেশনায় ওড়িশা নাট্য চেতনা’র ‘আমা ঘর’ প্রদর্শনের মধ্যদিয়ে নাট্যোৎসবের উদ্বোধন হয়। এরপর মঞ্চে প্রদর্শিত হয় ধ্রুপদ ঘোষে’র নির্দেশনায় নৈহাটি রঙ্গসেণা’র ‘শ্রীচরণকমলেষু’, সৌরভ চট্টোপাধ্যায়ে’র নির্দেশনায় থিয়েটার ওয়ার্কার্স রেপার্টরী’র ‘অরূপ-কথা’।
নাট্যোৎসবের দ্বিতীয় দিন সন্ধ্যায় মঞ্চস্থ হয় শ্যামল সরকারে’র নির্দেশনায় বিডন স্ট্রিট শুভমে’র ‘অথঃ শিক্ষা বিচিত্রা’, ভূমিসূতা দাসে’র নির্দেশনায় গোবরডাঙ্গা নকসা’র ‘ইয়েস’, কুশনা ওয়ালকে’র নির্দেশনায় পুনে তুমচ আমচ নাট্য সংস্থার ‘লালি’।

‘সং অব হুইসপার’ নাটকের দৃশ্য । ছবি: সুদীপ কুমার

নাট্যোৎসবের তৃতীয় দিনের প্রথমে মঞ্চস্থ হয় পার্থ বন্দ্যোপাধ্যায়ে’র নির্দেশনায় সাউথ কলকাতা মুভমেন্ট আর্টে’র ‘তবু বিহঙ্গ’। এরপর একেএকে মঞ্চস্থ হয় অভি সেনগুপ্ত’র নির্দেশনায় অঙ্গন বেলঘরিয়া’র ‘মিথ্যের সত্যি কথা’, পিনাকী গুহ’র নির্দেশনায় চেতলা কৃষ্টি সংসদে’র ‘ইচ্ছেমতাে’।
নাট্যোৎসবের চতুর্থ দিনে মঞ্চস্থ হয় দেবাশিস সরকারে’র নির্দেশনায় হালিসহর ইউনিটি‌ মালঞ্চে’র ‘খান্ডব পুড়ছে’, সেঁজুতি বাগচী’র নির্দেশনায় হরিয়ানার গুরুগ্রামের খােয়বিদা নাট্য সংস্থার ‘খবরি’, সায়িক সিদ্দিকী’র নির্দেশনায় চাকদহ নাট্যজনে’র ‘ভানু সুন্দরীর পালা’।

‘প্যাণ্ডেমিক’ নাটকের দৃশ্য। ছবি: সুদীপ কুমার

২৭ ডিসেম্বর রঙযাত্রার শেষ দিনের সন্ধ্যায় সংস্কৃতি কেন্দ্রের উঠোনে জীবন অধিকারী’র নির্দেশনায় গোবরডাঙ্গা নাবিক নাট্যমে’র ‘নাবিকের প্রাণ নাটকের গান’ পরিবেশনের মধ্যদিয়ে অনুষ্ঠানের আরম্ভ হয়। এরপর শ্রাবন্তী ঘোষে’র নির্দেশনায় মঞ্চস্থ হয় ‘সং অব হুইসপার’ ও বিরাজ চুটিয়া’র নির্দেশনায় অসমের থার্ড থিয়েটারে’র ‘সাধনা’। সব শেষে ভূমিসূতা দাসে’র নির্দেশনায় নকসা’র ‘প্যান্ডেমিক’ নাটক মঞ্চায়নের মধ্যদিয়ে ৮ম বর্ষ জাতীয় নাট্যোৎসবের সমাপ্তি ঘটে।

Related posts

উদীচীর থিয়েটার সামিট

ক্যানভাস নিউজ

সাঁইথিয়া আসরনাট্যমে’র নাট্য উৎসব

ক্যানভাস নিউজ

গাঁয়ের পানে- মাটির টানে

ক্যানভাস নিউজ