ক্যানভাস নিউজ
Image default
থিয়েটার

আসছে নকশার জাতীয় নাট্যোৎসব

নিজস্ব প্রতিনিধি: সিটি অফ থিয়েটার গােবরডাঙ্গার অন্যতম নাট্যদল নকশা। আগামী ২৩ থেকে ২৭ ডিসেম্বর নকশার আয়োজনে ৮ম জাতীয় নাট্যোৎসব অনুষ্ঠিত হতে চলেছে। গত ৩ ডিসেম্বর সংস্থার কর্ণধার আশিস দাস ও দীপান্বিতা বণিক দাস সংস্থার নিজকক্ষে সাংবাদিক সম্মেলন করে এ তথ্য জানান।
দীর্ঘ ৪০বছর যাবৎ নকশা নাট্যচর্চা করে চলেছে। ২০১২ সালে সংস্থার উদ্যোগে গােবরডাঙ্গায় সংস্কৃতি কেন্দ্র গড়ে উঠেছে। এই আধুনিক থিয়েটার হলে নিয়মিত নাট্যচর্চা ও প্রশিক্ষণ চলে। এখানে বিচিত্রা ভবন, আধুনিক ড্রেসিংরুম, রূপটক কাফে, লাইব্রেরি, আর্কাইভ ও সুসজ্জিত নাট্যমঞ্চ রয়েছে।
আশিস দাস জানান এবারের উৎসবে আসাম, হরিয়ানা ও মহারাষ্ট্র সহ পশ্চিমবঙ্গের মােট ১৪টি নাটক মঞ্চস্থ হবে।

Related posts

ময়না অন্য ভাবনার প্রতি মাসে অন্তরঙ্গ থিয়েটার

ক্যানভাস নিউজ

কাঁকিনাড়া শিল্পাঙ্গনের শিশু- কিশোর নাট্য কর্মশালা

ক্যানভাস নিউজ

যৌথ প্রয়াসে নাচ, গান ও নাটক

ক্যানভাস নিউজ