ক্যানভাস নিউজ
Image default
থিয়েটার

৫০ হাজার টাকা অনুদান দিচ্ছে পশ্চিমবঙ্গ নাট্য আকাদেমি

নিজস্ব প্রতিনিধি: নাট্যদল গুলির তথা নাটকের উন্নতিকল্পে গত ১৯-২০বর্ষে পশ্চিমবঙ্গ নাট্য আকাদেমি ৩০০ নাট্যদলকে ৫০ হাজার টাকা করে অনুদান দিয়েছিল। এই বছর ২০-২১ বর্ষে পশ্চিমবঙ্গ নাট্য আকাদেমি অনুদান দেওয়ার ঘোষণা করেছে। সূত্র মারফৎ জানাযাচ্ছে ২০-২১ বর্ষে পশ্চিমবঙ্গ নাট্য আকাদেমি ৩০০ অধিক নাট্য দলকে ৫০ হাজার টাকা করে অনুদান দেবে। নাট্য আকাদেমির অনুদান পাওয়ার আবেদনের জন্য যে যে তথ্যবলি দিতে হবে সেগুলি নিন্মরূপ।
১. সংস্থার নাম (শুধুমাত্র পশ্চিমবঙ্গের নাট্যদল)।
২. ঠিকানা -(অবশ্যই উল্লেখ করতে হবে) জেলা/মহকুমা/ব্লক পঞ্চায়েত সমিতি/ গ্রাম পঞ্চায়েত/পৌরসভার নাম / কর্পোরেশনের নাম / ওয়ার্ড নং/ ডাকঘর/ পিন কোড/জেলা/ ফোন নং/মােবাইল নং/মেল আইডি।
৩. নাট্যদলটির প্রতিষ্ঠার তারিখ /মাস/বছর।
৪. নাট্যদলের রেজিষ্ট্রেশন সার্টিফিকেট/ সাম্প্রতিক নবীকরনের ফটোকপি সঙ্গে দিতে হবে।
৫. নাট্যদলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর/ব্যাঙ্কের নাম/ শাখার নাম/ আই এফ এস সি নং/ পাশবুকের প্রথম পাতার কপি/ চেকের জেরক্স পাতা অবশ্যই আবেদনপত্রের সঙ্গে দিতে হবে।
৬. নাট্যদলের উদ্দেশ্য ও লক্ষ (মেমােরান্ডাম অব অ্যাশোসিয়েশনের সার্টিফায়েড কপি অবশ্যই আবেদনে থাকতে হবে)।
৭. চার্টার্ড অ্যাকাউনট্যান্ট দ্বারা পরীক্ষিত বিগত তিন বছরের আয়-ব্যয়ের অডিট রিপাের্ট জমা দিতে হবে।
৮. যে কারণে অনুদান চাওয়া হচ্ছে তার বিবরণ।
৯. বিগত তিন বছরে পশ্চিমবঙ্গ সরকার/কেন্দ্রীয় সরকার থেকে কোন আর্থিক সহায়তা পেয়ে থাকলে তার বিস্তৃত বিবরণ দিতে হবে।
১০. পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগ থেকে আর্থিক সহায়তা পেয়ে থাকলে তার ইউটিলাইজেশন সার্টিফিকেটের ফটোকপি দিতে হবে।
১১. নাট্যদলের বিগত তিন বছরের কর্মকান্ডের বিবরণ, সংবাদপত্রে প্রকাশিত রিপাের্ট বা সমালােচনা, ফটোগ্রাফ, সূচি আবেদনপত্রের সাথে দিতে হবে।
আগামী ১১ জানুয়ারি ২০২১ তারিখের মধ্যে পশ্চিমবঙ্গ নাট্য আকাদেমি, ১/১, আচার্য জগদীশচন্দ্র বসু রােড, কলকাতা ২০ এই ঠিকানায় (শনি ও রবিবার এবং সরকারি ছুটির দিন ব্যতীত) বেলা ১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত আবেদন জমা দেওয়া যাবে। সকল বিষয়ে পশ্চিমবঙ্গ নাট্য আকাদেমির যাবতীয় সিদ্ধান্ত
চূড়ান্ত বলে গ্রাহ্য হবে। অনুদান মঞ্জুর করার আগে বা পরে অনুদান প্রাপক নাট্যদলটি সম্বন্ধে সবরকমের অনুসন্ধানের অধিকার থাকবে। অনুদান প্রাপক নাট্যদলকে অনুষ্ঠানের সময় তাদের সকল প্রচারপত্রে পশ্চিমবঙ্গ নাট্য আকাদেমির সহযােগিতার কথা উল্লেখ করতে হবে। শুধুমাত্র নাট্যদলের ক্ষেত্রেই এইবিজ্ঞপ্তি প্রযােজ্য হবে। বিস্তারিত জানতে যােগাযােগ করুন(০৩৩) ২২২৩৪৭৮৬ এই নম্বরে।

Related posts

কাঁকিনাড়া শিল্পাঙ্গনের শিশু- কিশোর নাট্য কর্মশালা

ক্যানভাস নিউজ

বারাসাত কাল্পিকের নাট্যভাষা ২০২৪

ক্যানভাস নিউজ

হালিশহরে গুরুপ্রণাম

ক্যানভাস নিউজ