ক্যানভাস নিউজ
Image default
কবিতা

পড়শি লালন

কবি- দেবব্রত সিংহ

তুমি কী গান বাঁধছ হে সাঁই
ছেউড়িয়ার মােমিনপাড়ার আখড়ায়।
লাচে লাচে একতারা বাজাই
তুমি কী গান বাঁধছ হে সাঁই
আমার শুনতে বড় সাধ যায়,
মানুষ রতন বড় রতন
ও সাঁই দেখঅ তার কি হাল হইছে আখন,
ইদিকে ভােগের খাঁচায় বন্দী মানুষ।
উদিকে ভুখের খাচায় বন্দী মানুষ
আখন জাতের নামে বজ্জাতিতে বন্দী মানুষ
আখন ধম্মর নামে বেধম্মায় বন্দী মানুষ
আখন ভাইয়ের রক্তে হাত রাঙানাে উন্মত্ত হিংসায় বন্দী মানুষ,
ইয়ার মাঝে কী গান তুমি বাঁধছ হে সাঁই
কী গান তুমি বাঁধছ আখন
ইপারে রাঙামাটির ধুলার পরে কেঁদুলির চরে
গান বাঁধেছিল একজন সাঁই,
‘সবার উপরে মানুষ সত্য তাহার উপর নাই’
উপারে ছেউড়িয়ার আখড়ায় একতারায় সে সুর তুলে
গান বাঁধলে তুমি,
‘মানবের উত্তম কিছু নাই,’
আজ ই কী মানব দেখি হে সাঁই
ই কী মানব দেখি
দেখে দেখে বুকের মাঝে
শুধুই দুখের একতারা বাজে
দিনদুফুরে রাতদুফুরে হা হুতাশের একতারা বাজে
তখন হঠাৎ দেখি কে গাে তুমি।
আমার মাটির ঘরে আরশিনগরে কে গাে তুমি
কাঁদে কাঁদে কী গান তুমি গাইছ হে আজ,
“এমন সমাজ কবে গাে সৃজন হবে-
যেদিন হিন্দু মুসলমান বৌদ্ধ খৃষ্টান।
জাতি গােত্র নাহি রবে…
ধর্ম কুল গােত্র জাতির
তুলবে না গাে কেহ জিগির
কেঁদে বলে লালন ফকির
কে মেরে দেখায়ে দেবে।
কে মােরে দেখায়ে দেবে।

Related posts

বাংলা শিশুসাহিত্যে নক্ষত্র পতন

ক্যানভাস নিউজ