নিজস্ব প্রতিনিধি: আর কতদিন বসে থাকাযায়! সরকারি নাট্য মঞ্চ এখনো বন্ধ। তাতে কি, বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী মঞ্চে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে শুরু হয়েগেছে নাট্যমেলা।
গত ১২ ও ১৩ ডিসেম্বর কলকাতা প্রেক্ষাপটে’র আয়োজনে বাটানগর স্পোর্টস ক্লাবের স্থায়ী মঞ্চে অনুষ্ঠিত হল দুদিনের নাট্যমেলা। ১২ ডিসেম্বর নাট্যমেলার উদ্বোধন করেন নাট্যজন বিজয় মুখোপাধ্যায়, রবিন চক্রবর্তী ও প্রেক্ষাপটের সম্পাদক বরুন পাটোয়ারি সহ প্রেক্ষাপটের অন্য সকল সদস্যরা।

১২ ডিসেম্বর সন্ধ্যার প্রথমে একক নৃত্য পরিবেশন করেন সুনয়না সিনহা। ‘ফিরেদেখা ৫০’ শিরোনামে সম্মাননা প্রদান করাহয় শ্রী সমীরণ ঘোষ কে। এরপর মঞ্চস্থ হয় প্রেমাংশু রায়ে’র নির্দেশনায় বালিগঞ্জ ব্রাত্যজনে’র ‘অপত্য’।
১৩ ডিসেম্বর সন্ধ্যায় মঞ্চস্থ হয় পরপর তিনটি প্রযোজনা। মঞ্চস্থ হয় দিলীপ ঘোষ নির্দেশিত শ্রীনগর নাট্য মিলন গোষ্ঠী’র ‘জন্মদিনে’। জয়দীপ ভৌমিক নির্দেশিত আগরপাড়া থিয়েটার পয়েন্টে’র ‘মুঠোয় পৃথিবী’। শেষে মঞ্চস্থ হয় রবীন্দ্রনাথ ঠাকুরের ‘দুই বিঘা জমি’ কবিতা অবলম্বনে হর্ষবর্ধন চৌধুরী’র নির্দেশনায় কলকাতা প্রেক্ষাপটে’র ‘অন্য উপেন’।