ক্যানভাস নিউজ
Image default
থিয়েটার

রং-বে-রং এর নাটকের কর্মশালা

নিজস্ব প্রতিনিধি: খিদিরপুর রং-বে-রং নাট্য দলের নবতম প্রযোজনা ‘হলদিবাড়ি’ নাটককে কেন্দ্র করে গত ৮ থেকে ১০ জানুয়ারি রং-বে-রং এর নিজ মহলা কক্ষে অনুষ্ঠিত হয়ে গেল তিন দিনব্যাপী প্রযোজনা ভিত্তিক নাট্য কর্মশালা। তিনদিন ব্যাপি এই নাট্য কর্মশালায় প্রশিক্ষক রূপে ছিলেন নাট্যজগতের চারজন গুনি মানুষ। নাট্যকার এবং অভিনেতা শ্যামল চন্দ্র, নাট্য এবং চলচ্চিত্র নির্দেশক জ্যোতিরময় চক্রবর্তী, নাট্য এবং চলচ্চিত্র নির্দেশক সুদীপ নাগ এবং খিদিরপুর রং-বে-রং নাট্যদলের পরিচালক তন্ময় চন্দ্র। ‘হলদিবাড়ি’ নাটকে যে সমস্ত কলাকুশলীরা অংশগ্রহন করবেন তারাই এই কর্মশালায় অংশগ্রহন করেছিলেন।

Related posts

হালিশহরে গুরুপ্রণাম

ক্যানভাস নিউজ

যৌথ প্রয়াসে নাচ, গান ও নাটক

ক্যানভাস নিউজ

জমজমাট সমস্বর নাট্য উৎসব

ক্যানভাস নিউজ