ক্যানভাস নিউজ
Image default
থিয়েটার

কাঁকিনাড়া শিল্পাঙ্গনের শিশু- কিশোর নাট্য কর্মশালা

নিজস্ব প্রতিনিধি: শিশু মন খুব সহজেই কোন কিছুকে আঁকড়ে ধরতে পারে। আর সেটা যদি হয় খেলারছলে তবেতো কথাই নেই। গত ২৫ থেকে ৩১ ডিসেম্বর কাঁকিনাড়া শিল্পাঙ্গনের উদ্যোগে নাট্য প্রশিক্ষক দেবব্রত বিশ্বাস বেশ কিছু শিশু ও কিশোর- কিশোরীদের নিয়ে থিয়েট্রিকাল গেমের সহযোগিতায় গড়ে তুললেন উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর কাহিনী অনুপ্রাণিত সৌমেন পাল রচিত নাটক ‘দুখীরাম’। সাতদিনের এই নাট্য কর্মশালাতে ছোটরা এক অদ্ভুত বন্ধনে বেঁধে ফেলেছিল নিজেদেরকে। ‘দুখীরাম’ নির্মানে দেবব্রত বিশ্বাসকে সহযোগিতা করেছেন রাজা দে।

নাট্য কর্মশালার শেষদিন‌ ৩১ ডিসেম্বর নৈহাটি রবীন্দ্রপল্লী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মঞ্চে ‘দুঃখীরাম’ নাটকটি প্রদর্শিত হয়। সেদিন নাটকটি দেখতে সাধারন দর্শকদের সাথে হাজির ছিলেন নাট্যগবেষক ও নাট্যকার ডঃ অপূর্ব দে, নাট্যকার ও নির্দেশক সঞ্জয় আচার্য্য এবং নাট্যকার ও নির্দেশক রণিত পাল।
সমগ্র কর্মশালার সহযোগিতায় ছিল থিয়েটার মগজ পত্রিকা। এ দিন সন্ধ্যায় ‘থিয়েটারের সামাজিক দায়িত্ব’ শিরোনামে এক আলোচনা সভায় আলোচক হিসাবে ছিলেন নাট্যগবেষক ও নাট্যকার ডঃ অপূর্ব দে এবং নাট্যকার ও নির্দেশক সঞ্জয় আচার্য্য। তাদের বক্তব্যে উঠে আসে থিয়েটারের মাধ্যমে প্রকৃত মানুষ হয়ে গড়ে ওঠার কথা। শীতকালীন সন্ধ্যা ভরে ওঠে তালে – সংলাপে। কাঁকিনাড়া শিল্পাঙ্গনের সম্পাদক রাজা দে জানান যে, আগামী দিনে তারা ছোটদের নিয়ে আরও আরও নাট্য কর্মশালার আয়োজন করতে চায়।

Related posts

ময়না অন্য ভাবনার প্রতি মাসে অন্তরঙ্গ থিয়েটার

ক্যানভাস নিউজ

বিশ্ব নাট্যদিবস অনলাইনে

ক্যানভাস নিউজ

বারাসাত কাল্পিকের নাট্যভাষা ২০২৪

ক্যানভাস নিউজ