ক্যানভাস নিউজ
Image default
থিয়েটার

মহিষাদলের স্বপ্নপূরণ

নিজস্ব প্রতিনিধি: অবশেষে স্বপ্নপূরণ হলো মহিষাদলের ১৫টি নাট্য দলের। রাজ্য সরকারের ২০ লক্ষ টাকা আর্থিক সহায়তায় নিজস্ব নাট্য মঞ্চ পেল পূর্ব মেদিনীপুরের মহিষাদল। ‘মহিষাদল নাট্য মঞ্চ’ নামে মহিষাদল শিল্পকৃতির জমিতে গড়ে উঠেছে ১০০ দর্শক আসন বিশিষ্ট স্টুডিও থিয়েটার।

গত ৫ ডিসেম্বর রাজ্যের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী তথা নাট্যকার, অভিনেতা ও পরিচালক ব্রাত্য বসু ‘মহিষাদল নাট্য মঞ্চ’এর উদ্বোধন করেন।

Related posts

নেতাজীনগর সরস্বতী নাট্যশালার চতুর্থবর্ষ নাট্যোৎসব

ক্যানভাস নিউজ

যৌথ উদ্যোগে অন্তরঙ্গ নাট্য উৎসব

ক্যানভাস নিউজ

গোবরডাঙ্গা নকসার ৮ম বর্ষ জাতীয় নাট্যোৎসব

ক্যানভাস নিউজ