ক্যানভাস নিউজ
Image default
অন্যান্য

গোবরডাঙায় ট্যাগের বিশ্ব পরিবেশ দিবস উদযাপন

নিজস্ব প্রতিনিধিঃ গত ৫ জুন বুধবার বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্যে দিয়ে গোবরডাঙা রেলওয়ে স্টেশনে থিয়েটার এসোসিয়েশন অফ গোবরডাঙা (ট্যাগ) এর উদ্যোগে উদযাপিত হল বিশ্ব পরিবেশ দিবস।

অনুষ্ঠানের উদ্বোধন করেন পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগের আধিকারিক শ্রী প্রসেনজিৎ কুমার মণ্ডল। এছাড়াও উপস্থিত ছিলেন শিক্ষক দীপক কুমার দাঁ, ডঃ সুনীল বিশ্বাস, ডাঃ এন.সি. কর, ডঃ নিরঞ্জন বন্দ্যোপাধ্যায়, পলাশ মন্ডল, নিরােশ ভৌমিক, অরিন্দম দে, সৃঞ্জয় ঘোষ, উদয়শঙ্কর দাস, মলয় দাস আশীষকুমার ঘোষ, অলকানন্দ বসু, পাঁচুগোপাল হাজরা, অশোক পাল, বাসুদেব মুখোপাধ্যায় ও বিশ্বজিৎ ঘোষ সহ প্রমূখ। প্রত্যেকে বিশ্ব পরিবেশ দিবস পালনের তাৎপর্য এবং পরিবেশ সচেতনতামূলক বক্তব্য রাখেন।


চিত্রশিল্পী বুদ্ধদেব রায়ের নেতৃত্বে বিভিন্ন নাট্যদলের নাট্য শিল্পীরা গোবরডাঙা স্টেশনের ১নং প্লাটফর্মকে আলপনার মাধ্যমে সজ্জিত করে তোলেন। এদিন অনুষ্ঠানের অঙ্গ হিসাবে আঁকা প্রতিযোগীতায় প্রায় ১০০ জন প্রতিযোগী অংশ নেয়। ট্যাগের পক্ষ থেকে অনুষ্ঠানের অতিথি সহ প্রায় ২০০ পথ চলতি মানুষকে চারা গাছ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে পারমিতা মণ্ডলের পরিচালনায় সঙ্গীত পরিবেশন করেন গোবরডাঙা সুর ও সঙ্গীতের শিল্পীরা। ইন্দ্রজিৎ নট্টের পরিচালনায় মেদিয়া মেঠো পথের শিল্পীরা লোকসংগীত পরিবেশন করেন। এছাড়াও সঙ্গীত পরিবেশন করেন চমক বিশ্বাস।


আবৃত্তি পরিবেশন করে বিথীকা পাল, আলোকবর্তিকা ভট্টাচার্য, নীলাদ্রি দত্ত, আয়ুষ চক্রবর্তী, বিউটি ভট্টাচার্য।
সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশ্বনাথ ভট্টাচার্য ও বিউটি ভট্টাচার্য।

Related posts

বছর শেষে নক্ষত্র পতন, চলে গেলেন অভিনেতা আব্দুল কাদের

ক্যানভাস নিউজ

শুরু হল ২৬তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব

ক্যানভাস নিউজ

শতবর্ষে হলো না পৌষমেলা, মনখারাপ শান্তিনিকেতনের

ক্যানভাস নিউজ