ক্যানভাস নিউজ
Image default
থিয়েটার

দশ দলের নাট্য উৎসব

নিজস্ব প্রতিনিধি: দশটি নাট্যদলের উদ্যোগে নির্মিত ‘সমস্বর শিল্পী সমন্বয়’ এর প্রথম পর্যায়ের নাট্যোৎসব অনুষ্ঠিত হল গত ১৮ থেকে ২২ নভেম্বর গোবরডাঙা সংস্কৃতি কেন্দ্রে। যুগের যাত্রী, ইউনিটি মালঞ্চ, বিভাব নাট্য অ্যাকাডেমি, ইছাপুর আলেয়া, বরানগর এবং, গোবরডাঙা নকসা, ব্যন্ডেল আরহী, শ্যামনগর নাট্যবিতান, বেলঘরিয়া এথিক ও বেলঘরিয়া অঙ্গন এই দশটি নাটকের দলের কলাকুশলী ও স্থানীয় কিছু নাট্যপ্রেমীরা উৎসবের প্রথমদিন এক পদযাত্রার আয়োজন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতেই প্রবাদ প্রতিম শিল্পী সৌমিত্র চট্টোপাধ্যায় এবং তরুণ প্রতিভাবান নাট্যকর্মী প্রসেনজিৎ বর্ধনের আত্মার শান্তি কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয়।
এই দশটি নাট্যদলের মহিলা শিল্পী
কাকলি সেনগুপ্ত, দীপান্বিতা বনিক দাস,সুস্মিতা ভট্টাচার্য, রমা পাল,মৌসুমী মন্ডল, অনিমা দাস,রূপা মজুমদার, সঙ্গীতা চৌধুরী, অর্পিতা শর্মা ও বেবী সেনগুপ্ত প্রদীপ জ্বালিয়ে উৎসবের উদ্বোধন করেন। মঞ্চে অতিথি হিসাবে ছিলেন প:ব:নাট্য আকাদেমির সদস্য আশিষ চট্টোপাধ্যায়, নাট্য নির্দেশক শ্যামল দত্ত ও নাট্য সমালোচক অভিক ভট্টাচার্য।

উৎসবের প্রথম দিন মঞ্চস্থ হয় চন্দননগর যুগের যাত্রী’র প্রযোজনা ‘চাঁদ সওদাগর’ ও ইউনিটি মালঞ্চ’র প্রযোজনা ‘বিশ্বাস’। দ্বিতীয় দিন মঞ্চস্থ হয় বিভাগ নাট্য আকাদেমি’র ‘এলাটিং বেলাটিং’ ও ইছাপুর আলেয়া’র প্রযোজনা ‘ইচ্ছে ডানা’। তৃতীয় দিন মঞ্চস্থ হয় বরাহনগর এবং নাট্যদলের প্রযোজনা ‘অমাবস্যায় চাঁদের আলাে’ ও গােবরডাঙা নকসা’র প্রযোজনা ‘সুভা’। চতুর্থ দিন মঞ্চস্থ হয় ব্যান্ডেল আরােহী’র প্রয়োজনা ‘যতীন বাবু শুনছেন’ ও শ্যামনগর নাট্যবিতানে’র প্রযোজনা ‘ইনসানিয়াত’। পঞ্চম তথা শেষ দিনে মঞ্চস্থ হয় বেলঘরিয়া এথিকে’র প্রযোজনা ‘লাইল্যাক’ ও বেলঘরিয়া অঙ্গনে’র ‘টম এন্ড জেরি’। নাট্যপ্রেমী দর্শকরা করোনা সুরক্ষা বিধি মেনে উৎসব উপভােগ করেছেন।

Related posts

আরও বেঁধে রাখবে রঙ্গসেণা’র রঙ্গমৈত্রী উৎসব

ক্যানভাস নিউজ

যাদবপুর নাট্যমেলা এবছর পথনাটক উৎসবে পরিনত হয়েছে !

ক্যানভাস নিউজ

খিদিরপুর রং-বে-রং নাট্যসংস্থা’র কবিতীর্থ নাট্যোৎসব

ক্যানভাস নিউজ