নিজস্ব প্রতিনিধি: গত ১ নভেম্বর থেকে ৮ নভেম্বর ২০২০ পর্যন্ত আনুষ্ঠিত হলো উদীচী গোবরডাঙা নাট্য দলের আবাসিক ওপেন এয়ার থিয়েটার ওয়ার্কশপ ‘উদীচী ন্যাশনাল থিয়েটার সামিট ২০২০’। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে মোট ৩০ জন শিক্ষার্থী এই সামিটে অংশগ্রহণ করেন। গোবরডাঙা থেকে ৪ কিমি ভেতরে গ্রামীণ পরিবেশে, প্রকৃতির নিবিড় ছায়ায়, পাখির কলকাকলি মুখরিত গয়েশপুর প্রান্তিক থিয়েটার ভিলেজে এই কর্মশালা আয়োজিত হয়। কঠোর নিয়মানুবর্তিতা, নিবিড় ও নিরবিচ্ছন্ন অনুশীলন, আন্তর্জাতিক স্তরের প্রশিক্ষক সমন্বিত এই কর্মশালা শিক্ষার্থীদের আত্মিক বিকাশের সহায়ক হয়ে উঠেছে। এই কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন গৌতম হালদার, দেবেশ চট্টোপাধ্যায়, মনীশ মিত্র, কৌশিক চট্টোপাধ্যায়, তপন দাস, স্বজন সৃজন মুখোপাধ্যায়, নীলাংশুক দত্ত, সৌরভ পয়রা, অনির্বাণ সরকার, সুপ্রিয় শূর সহ প্রায় ১৫ জন প্রশিক্ষক।

প্রতিদিন ভোর ৫ টা থেকে রাত ১০ টা পর্যন্ত ৮ দিন ধরে থিয়েটারের বিভিন্ন ক্ষেত্র (যেমন বৈজ্ঞানিক, মনস্তাত্বিক, শারীরিক, সংগীত- বাদ্য – নৃত্য) নিয়ে নিরবিছিন্ন অনুশীলন চলে। গোবরডাঙা ও তার পাশ্ববর্তী অঞ্চলে এই প্রথম এমন মেথড প্র্যাক্টিস ওয়ার্কশপের আয়োজন হলো যা আগামী দিনে নাটকের শিক্ষার্থীদের অনেক বেশি কর্মযজ্ঞ করে তুলবে বলে শিক্ষার্থীরা দাবি করেছে। সমগ্র কর্মশালা পরিচালনা করেছেন উদীচীর কর্ণধার জয়দীপ বিশ্বাস। পরিচালনা সহযোগিতা করেছেন শ্রাবন্তী দে, ধনপতি মন্ডল, সুরজিত পাল। উদীচীর কর্ণধার জয়দীপ বিশ্বাসের আশা আগামী বছর আরও অন্য ভাবে শিক্ষার্থীদের প্রয়োজনীয়তা অনুযায়ী উদীচী ন্যাশনাল থিয়েটার সামিট সম্পন্ন করবে।