নিজস্ব প্রতিনিধি: অভিনেত্রী আরিয়া বন্দ্যোপাধ্যায়ের রহস্যমৃত্যু হল। যোধপুর পার্কে নিজের তিনতলা বাড়ির একটি ঘরে মৃত অবস্থায় পড়ে ছিলেন অভিনেত্রী। তিন তলা বাড়িতে একাই থাকতেন অভিনেত্রী। ১১ ডিসেম্বর শুক্রবার সকাল ১০ টা নাগাদ বাড়ির পরিচালিকা চন্দনা দাস এসে অনেক বার ডাকাডাকি করার পর কোন উত্তর না পেয়ে প্রতিবেশীদের জানান এবং লেক থানায় খবর দেন। পুলিশ এসে দরজা ভেঙে তিন তলার ঘর থেকে উপুড় হওয়া অবস্থায় অভিনেত্রীর দেহ উদ্ধার করেন। অভিনেত্রীর নাকে ও মুখে রক্তের দাগ স্পষ্ট থাকলেও তাঁর শরীরে কোনো আঘাতের চিহ্ন মেলেনি।

৩৫ বছর বয়সী অভিনেত্রী আরিয়া প্রখ্যাত সেতারবাদক পণ্ডিত নিখিল বন্দ্যোপাধ্যায়ের ছোট মেয়ে, আসল নাম দেবদত্তা বন্দ্যোপাধ্যায়। হিন্দুস্তানি ধ্রুপদি সংগীতে স্নাতকোত্তর ডিগ্রিধারী আরিয়া অভিনয় শেখেন মুম্বাইয়ের অনুপম খের অ্যাকটিং স্কুলে। বলিউডে তাঁর প্রথম সিনেমা দিবাকর বন্দ্যোপাধ্যায় পরিচালিত ‘লাভ সেক্স অউর ধোঁকা’। পরের বছরই বিদ্যা বালানের সঙ্গে তিনি অভিনয় করেন ‘দ্য ডার্টি পিকচার’ ছবিতে। এছাড়াও আরও কয়েকটি হিন্দি ছবিতে অভিনয় করেছেন অভিনেত্রী।
মডেল হিসেবেও পরিচিতি ছিল আরিয়ার। প্রতিবেশীরা জানিয়েছেন, কয়েক বছর ধরে ছন্নছাড়া জীবন কাটাচ্ছিলেন অভিনেত্রী। এমনকি স্থানীয় লোকজনের সঙ্গেও খারাপ ব্যবহার করতেন। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে লেক থানার পুলিশ।