ক্যানভাস নিউজ
Image default
থিয়েটার

বছর শেষে যুগের যাত্রী’র ২৯ তম নাট্য মেলা

নিজস্ব প্রতিনিধিঃ গত ৬ থেকে ৮ ডিসেম্বর ২০২৪ চন্দননগর রবীন্দ্রভবনে অনুষ্ঠিত হল চন্দননগর যুগের যাত্রী আয়োজিত ২৯ তম নাট্য মেলা।
নাট্য মেলার উদ্বোধন করেন নাট্যকার শ্রী তীর্থঙ্কর চন্দ। এছাড়াও ছিলেন চন্দননগরের মেয়র শ্রী রাম চক্রবর্তী ও ডেপুটি মেয়র শ্রী মুন্না আগরওয়াল।

প্রদীপ জ্বালিয়ে নাট্যমেলার উদ্বোধনের পর নাট্যকার শ্রী শংকর বসুঠাকুরের নাট্য সংকলন ‘ইবসেন ট্রিলজী’ প্রকাশ করেন নাট্যকার তীর্থঙ্কর চন্দ। এর পর একে একে মঞ্চস্থ হয় যুগের যাত্রীর ‘নিস্তারিনী’ ও নৈহাটি যাত্রীকের ‘আগুন নিয়ে খেলা’। দ্বিতীয় দিনে মঞ্চস্থ হয় বহরমপুর যুগাগ্নীর ‘শাস্তি’, বিভাব নাট্য আকাদেমীর ‘জীবনের রূপকথা’ ও যুগের যাত্রীর ‘রঘুডাকাতের চিঠি’। তৃতীয় দিনের প্রথমে মঞ্চস্থ হয় যুগের যাত্রীর ‘মাইকেল এক কক্ষচ্যূত নক্ষত্র’, এর পর মঞ্চস্থ হয় দত্ত পুকুর আলোর পাখির ‘পাগল চাই’ ও জলপাইগুড়ি রূপায়নের প্রযোজনা ‘পাগল’।


মোট ৯ টি ভিন্ন স্বাদের নাটক দিয়ে সাজানোর হয়েছিল এই নাট্যমেলা। তিন দিনের প্রায় প্রতিটি নাটকই কম-বেশি দর্শক মন জয় করে। যুগের যাত্রী নাট্য চর্চা কেন্দ্রের ‘নিস্তারিনী নাটকে ছোটদের অভিনয় ছিল অত্যন্ত প্রাণবন্ত।
নাট্য মেলার বিশেষত্ব ছিল ৭ থেকে ৭০ বছরের অভিনেতাদের উপস্থিতি। নাট্য মেলা উপলক্ষে একটি বুক স্টল দেওয়া হয় আয়োজক সংস্থার পক্ষ থেকে।

Related posts

গঙ্গাতীরে মুক্তাঙ্গনে প্রগতির নাট্যোৎসব

ক্যানভাস নিউজ

অনীকের গঙ্গা যমুনা নাট্য উৎসব – পথের সাথী মঞ্চে মাতি

ক্যানভাস নিউজ

বেঙ্গল থিয়েট্রিক্সের পথ চলা শুরুহল নাট্যোৎসবের মধ্যদিয়ে

ক্যানভাস নিউজ